রাত পোহালেই স্বরস্বতী পূজো ও ভালোবাসা দিবস একসাথে

1707853154600.jpg

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা: আজ ১৩ই ফেব্রুয়ারী মঙ্গলবার, দুপুর থেকেই জমে উঠেছে কলকাতার বিভিন্ন মার্কেট ও দোকান, একদিকে যেমন ইয়ং ছেলে মেয়েদের ভীর‌ , তেমনি অন্য দিকে দেখা গেছে স্কুলের দিদিমণি থেকে শুরু করে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবকদের ভীর বাজারে লক্ষ্য করা যায়, আগামীকাল মেতে উঠবে। সকাল থেকে। একদিকে বানী বন্দনায়। অন্যদিকে ভালোবাসার সাথীদের নিয়ে কিছু সময়ের আনন্দ মূখর দিনটি , একে ওপর কে প্রপোজ করার পালা, নতুন জীবন সঙ্গী কে কাছে পাওয়া। সারা দেশ জুড়ে সকলে আনন্দে গা ভাসাবে, ভীড় জমাবে বিভিন্ন দর্শনীয় স্থানে, একসাথে বন্ধুদের সমাবেশ,‌ ভালোমন্দ খাওয়া দাওয়া, একে অপরকে গিফট দেওয়া।। আর সব কিছু নিয়েই বাজার থেকে মার্কেট জম জমাট। আগামীকাল সকাল থেকেই ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরে পুষ্পাঞ্জলি দিতে যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পারি দিবে, তেমনি ‌ইয়ং ছেলে মেয়েরা ভালোবাসার সঙ্গী নিয়ে পারি দেবে পার্কে , সিনেমা হলে,নতুবা কোনো দর্শনীয় স্থানে। কেউ দেবে গোলাপ , কেউ দেবে তার সামর্থের উপহার, কলকাতা মহানগরী ভাসবে। সকলের ভালোবাসায়।

Share this post

PinIt
scroll to top