Dhaka 2:23 am, Sunday, 6 July 2025

নগরীতে মালামাল ক্রোক অভিযান পরিচালিত

বকেয়া পৌরকর আদায়ে খুলনা সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে নগরীতে মালামাল ক্রোক অভিযান পরিচালিত হয়।

বিপুল অঙ্কের বকেয়া পৌরকর আদায়ের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক আজ থেকে (বৃহস্পতিবার) নগরীতে মালামাল ক্রোক অভিযান শুরু করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে এ ক্রোক অভিযান পরিচালিত হয়।

প্রথম দিনে কেডিএ এভিনিউস্থ মুন্না টাওয়ার, খান জাহান আলী রোডস্থ ৪৭ ও ৫২নং এবং আহসান আহমেদ রোডস্থ ৪৮/৩ নং হোল্ডিং-এ মালামাল ক্রোক অভিযান পরিচালিত হয়। কেসিসি’র কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্যা, ডেপুটি কালেক্টর অব ট্যাক্সেস কাজী মো: ইমরুল হাসান, নুরুজ্জামান তালুকদার ও জান্নাতুল ফেরদাউস, সহকারী কালেক্টর অব ট্যাক্সেস মো: মোস্তফা জামানসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন।

খুলনা মহানগরীর উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে এ ক্রোক অভিযান অব্যাহত থাকবে। সুতরাং অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বকেয়া পৌরকর জরুরী ভিত্তিতে পরিশোধের জন্য সম্মানিত হোল্ডিং মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

নগরীতে মালামাল ক্রোক অভিযান পরিচালিত

প্রকাশঃ 01:13:22 pm, Thursday, 19 June 2025

বকেয়া পৌরকর আদায়ে খুলনা সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে নগরীতে মালামাল ক্রোক অভিযান পরিচালিত হয়।

বিপুল অঙ্কের বকেয়া পৌরকর আদায়ের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক আজ থেকে (বৃহস্পতিবার) নগরীতে মালামাল ক্রোক অভিযান শুরু করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে এ ক্রোক অভিযান পরিচালিত হয়।

প্রথম দিনে কেডিএ এভিনিউস্থ মুন্না টাওয়ার, খান জাহান আলী রোডস্থ ৪৭ ও ৫২নং এবং আহসান আহমেদ রোডস্থ ৪৮/৩ নং হোল্ডিং-এ মালামাল ক্রোক অভিযান পরিচালিত হয়। কেসিসি’র কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্যা, ডেপুটি কালেক্টর অব ট্যাক্সেস কাজী মো: ইমরুল হাসান, নুরুজ্জামান তালুকদার ও জান্নাতুল ফেরদাউস, সহকারী কালেক্টর অব ট্যাক্সেস মো: মোস্তফা জামানসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন।

খুলনা মহানগরীর উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে এ ক্রোক অভিযান অব্যাহত থাকবে। সুতরাং অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বকেয়া পৌরকর জরুরী ভিত্তিতে পরিশোধের জন্য সম্মানিত হোল্ডিং মালিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।