Dhaka 11:42 pm, Saturday, 5 July 2025

খুলনায় সড়ক দূর্ঘটনায় রিকশা চালকের মৃত্যু

 

খুলনায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৫০) এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে নগরীর খালিশপুর থানাধীন কাস্টমস অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে ওই রিক্সা চলকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয়রা জানান, রাত ৯ টার দিকে ইঞ্জিনচালিত একটি রিক্সা দ্রুত গতিতে চলার সময়ে হঠাৎ একপাশের চাকা ভেঙ্গে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিলে রাত পৌনে ১০ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম বলেন, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রিক্সাটি এক্সেল ভেঙ্গে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। তার পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় সড়ক দূর্ঘটনায় রিকশা চালকের মৃত্যু

প্রকাশঃ 01:25:05 pm, Wednesday, 18 June 2025

 

খুলনায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৫০) এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে নগরীর খালিশপুর থানাধীন কাস্টমস অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে ওই রিক্সা চলকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয়রা জানান, রাত ৯ টার দিকে ইঞ্জিনচালিত একটি রিক্সা দ্রুত গতিতে চলার সময়ে হঠাৎ একপাশের চাকা ভেঙ্গে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিলে রাত পৌনে ১০ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম বলেন, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রিক্সাটি এক্সেল ভেঙ্গে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। তার পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।