কলকাতা আন্তর্জাতিক ৪৭তম বই মেলার সমাপ্তি

1706720688822.jpg

কলকাতা আন্তর্জাতিক ৪৭তম বই মেলার সমাপ্তি

শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা: আজ ৩১ শে জানুয়ারী বুধবার, ঠিক বিকাল সাড়ে তিনটায়, বই মেলার এসবিআই অডিটোরিয়ামে, ৪০ তম বইমেলা সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠা।ন শুরু হয়, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌরসভার পৌর মাতা কৃষ্ণা চক্রবর্তী এবং আই পিএস গৌরব শর্মা, পাব্লিকেশন এন্ড বুক সেলার্স গিল্ডের ত্রিদিব ভট্টাচার্য ও ও সুধাংশু শেখর দে, উপস্থিত ছিলেন পুরস্কারপ্রাপ্ত অতিথিরা, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় এই আন্তর্জাতিক বইমেলার শুভ সূচনা হয়েছিল ১৮ই জানুয়ারী আজ তারি সমাপ্তি হলো। প্রায় এক হাজার স্টল নিয়ে এবারে বই মেলা শুরু হয়ে ছিল, দশ হাজার নতুন বই এর শুভ সূচনা হয়, এবারের বইমেলায় সকল প্রকাশনী খুশি, এমন কী বাংলাদেশ এর প্রকাশনীরাও। এই কয়েক দিন ধরে জমে উঠেছিল বইমেলার প্রাঙ্গন, ছিল বইপ্রেমীদের আনাগোনা, পছন্দ সই কেনা, গিল্ডের পক্ষ থেকে জানালেন এবার বই মেলায় আগের বছরের তুলনায় অনেক বেশি ভীর হয়েছে, শুধু তাই নয়, এবারে আমাদের কাছে একটা স্মরনীয় ঘটনা অনেক টাই উদ্যোগক্তাদের এগিয়ে চলার পথ দেখালো, এমনকি প্রকাশনাদের ও  এক জন বই প্রেমী ,যিনি টিউশনি করেন, তিনি কয়েক দিনের মেলায় প্রায় তিন লক্ষ টাকার বই কিনেছেন,আরো একটা এবারের বই মেলার স্মরনীয় ঘটনা ,যা আগে কোনদিন হয় না, বই প্রেমীরা বইটি যাকে দেবার জন্য কিনছেন ,তার নাম লিখে প্রকাশনীর কাছ থেকে একটা সই করিয়ে নিচ্ছেন , আজকের বই মেলায় যাহারা পুরষ্কার পেলেন, যাহাদের পুরষ্কার তুলে দিলেন, তাহারা হলেন, বিধান নগর কর্পোরেশন, বিধান নগর পুলিশ, বিধান নগর ইলেকট্রিক সাপ্লাই, বাংলাদেশ, ফায়ার সার্ভিস, পরিবহন দপ্তর, পাবলিকেশন, এস বি আই ব্যাঙ্ক, সহ অন্যান্যরা। বই মেলার উদ্যোগক্তারা বই প্রেমী ও দর্শকদের উদ্দেশ্যে একটা কথায় জানালেন, সবার সহযোগিতায় আন্তর্জাতিক বই মেলা সুন্দর হয়ে উঠেছিল, এবং আমরা এর জন্য মুখ্য মন্ত্রী কাছেও কৃতজ্ঞ।

Share this post

PinIt
scroll to top