Dhaka 9:54 pm, Sunday, 6 July 2025

সন্ধান মিলেছে সাবেক এমপি আনারের বিলাসবহুল গাড়ির

 

কুষ্টিয়া পুলিশ লাইনের সামনের একটি বহুতল ভবনের পার্কিং জোনে একটি ল্যান্ড ক্রুজার গাড়ির সন্ধান মিলেছে। কয়েক কোটি টাকা মূল্যের গাড়িটি কলকাতায় নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

সোমবার (৯ জুন) রাত সাড়ে ১২টার দিকে গাড়িটির সন্ধান মিললে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান।

কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের আটতলা বিশিষ্ট আবাসিক ভবন সাফিনা টাওয়ারের গ্যারেজে ল্যান্ড ক্রুজার গাড়িটি পাওয়া যায়। গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে যাই। এ সময় গাড়ি থেকে কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের। পরে গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

স্থানীয়রা জানায়, আমরা গাড়িটির খবর জানতে পেরে বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি উদ্ধার করে। পুলিশ গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে। গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বলে ধারণা করা হচ্ছে।

তারা আরও জানায়, কাগজপত্রে তার নামও রয়েছে বলে জানায় পুলিশ। গাড়িটি বেশ কয়েকমাস ধরে এ বহুতল ভবনের গ্যারেজে রাখা ছিল। জেনুইন লিফ কোম্পানি নামে একটা সিগারেট কোম্পানির লোকজন গাড়িটা রেখেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক।

স্থানীয় বাসিন্দা আমিরুল বলেন, প্রথমে আমরা জানতে পারি গাড়িটি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের, যা রাখা আছে পুলিশ লাইনের সামনে অবস্থিত সাফিনা টাওয়ারের গ্যারেজে। পরে পুলিশে এসে গাড়ি থেকে গাড়ির কাগজপত্র উদ্ধার করে।

তিনি আরও বলেন, এ গাড়ির চালক কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর গাড়ির ড্রাইভার ছিল। সেই পুলিশকে কাগজপত্র ও স্টিকার বের করে দেয় । বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। এ ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

সাফিনা টাওয়ারের কেয়ারটেকার আলমগীর হোসেন বলেন, জেনুইন লিফ কোম্পানি নামের সিগারেট কোম্পানি ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা ভাড়া নিয়েছে। এখানে কোম্পানির কাজে ফরেনাররা আসে এবং থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভবনের নিরাপত্তা প্রহরী জানায়, ওনারা গাড়ি এনে রাখেন। আমি তো জানি না যে গাড়িটা কার। আজকে শুনছি গাড়িটা এক সাবেক এমপির। সিগারেট কোম্পানির অফিসের স্যাররা এ গাড়িটি রেখেছেন বেশ কয়েক মাস আগে। গাড়িটা বাইরে বের করা হয় না। তবে মাঝেমধ্যে স্টার্ট দেওয়া হয়। চালক শান্ত মাঝে মাঝে গাড়িটি স্টার্ট দেন।

গাড়িটির চালক শান্ত বলেন, আগে আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর গাড়ি চালাতাম। বর্তমানে আমি জেনুইন লিফ কোম্পানির গাড়িচালক হিসেবে চাকরি করছি। কোম্পানির জিএম স্যার বেলাল ও সিইও জাহিদ স্যারের গাড়ি চালাই। তাদের হুকুমে আমি গাড়ি চালু করেছি। গাড়ির মালিক কে তা আমি জানি না। বেলাল এবং জাহিদ স্যার সব কিছু জানেন। তাদের হুকুমে গাড়ি স্টার্ট দিয়েছি। এ বিষয়ে আমি কিছুই জানি না।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত বছরের ১৬ মে থেকে ভারতে অবস্থানকালে তৎকালীন এমপি আনোয়ারুল আজীম আনার রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ২২ মে তাকে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে ঝিনাইদহের সাবেক এমপি আনারের মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করতে না পারলেও । পড়েও সেখানকার পুলিশ জানায়, এমপি আনারকে হত্যার পর টুকরো টুকরো করা হয়। মরদেহের অংশ বিভিন্ন জায়গায় ফেলে দেয় খুনিরা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে- আমিরুল ইসলাম কাগজী

সন্ধান মিলেছে সাবেক এমপি আনারের বিলাসবহুল গাড়ির

প্রকাশঃ 04:49:33 am, Tuesday, 10 June 2025

 

কুষ্টিয়া পুলিশ লাইনের সামনের একটি বহুতল ভবনের পার্কিং জোনে একটি ল্যান্ড ক্রুজার গাড়ির সন্ধান মিলেছে। কয়েক কোটি টাকা মূল্যের গাড়িটি কলকাতায় নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

সোমবার (৯ জুন) রাত সাড়ে ১২টার দিকে গাড়িটির সন্ধান মিললে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান।

কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের আটতলা বিশিষ্ট আবাসিক ভবন সাফিনা টাওয়ারের গ্যারেজে ল্যান্ড ক্রুজার গাড়িটি পাওয়া যায়। গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে যাই। এ সময় গাড়ি থেকে কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের। পরে গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

স্থানীয়রা জানায়, আমরা গাড়িটির খবর জানতে পেরে বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি উদ্ধার করে। পুলিশ গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে। গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বলে ধারণা করা হচ্ছে।

তারা আরও জানায়, কাগজপত্রে তার নামও রয়েছে বলে জানায় পুলিশ। গাড়িটি বেশ কয়েকমাস ধরে এ বহুতল ভবনের গ্যারেজে রাখা ছিল। জেনুইন লিফ কোম্পানি নামে একটা সিগারেট কোম্পানির লোকজন গাড়িটা রেখেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক।

স্থানীয় বাসিন্দা আমিরুল বলেন, প্রথমে আমরা জানতে পারি গাড়িটি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের, যা রাখা আছে পুলিশ লাইনের সামনে অবস্থিত সাফিনা টাওয়ারের গ্যারেজে। পরে পুলিশে এসে গাড়ি থেকে গাড়ির কাগজপত্র উদ্ধার করে।

তিনি আরও বলেন, এ গাড়ির চালক কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর গাড়ির ড্রাইভার ছিল। সেই পুলিশকে কাগজপত্র ও স্টিকার বের করে দেয় । বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। এ ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

সাফিনা টাওয়ারের কেয়ারটেকার আলমগীর হোসেন বলেন, জেনুইন লিফ কোম্পানি নামের সিগারেট কোম্পানি ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা ভাড়া নিয়েছে। এখানে কোম্পানির কাজে ফরেনাররা আসে এবং থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভবনের নিরাপত্তা প্রহরী জানায়, ওনারা গাড়ি এনে রাখেন। আমি তো জানি না যে গাড়িটা কার। আজকে শুনছি গাড়িটা এক সাবেক এমপির। সিগারেট কোম্পানির অফিসের স্যাররা এ গাড়িটি রেখেছেন বেশ কয়েক মাস আগে। গাড়িটা বাইরে বের করা হয় না। তবে মাঝেমধ্যে স্টার্ট দেওয়া হয়। চালক শান্ত মাঝে মাঝে গাড়িটি স্টার্ট দেন।

গাড়িটির চালক শান্ত বলেন, আগে আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর গাড়ি চালাতাম। বর্তমানে আমি জেনুইন লিফ কোম্পানির গাড়িচালক হিসেবে চাকরি করছি। কোম্পানির জিএম স্যার বেলাল ও সিইও জাহিদ স্যারের গাড়ি চালাই। তাদের হুকুমে আমি গাড়ি চালু করেছি। গাড়ির মালিক কে তা আমি জানি না। বেলাল এবং জাহিদ স্যার সব কিছু জানেন। তাদের হুকুমে গাড়ি স্টার্ট দিয়েছি। এ বিষয়ে আমি কিছুই জানি না।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত বছরের ১৬ মে থেকে ভারতে অবস্থানকালে তৎকালীন এমপি আনোয়ারুল আজীম আনার রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ২২ মে তাকে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে ঝিনাইদহের সাবেক এমপি আনারের মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করতে না পারলেও । পড়েও সেখানকার পুলিশ জানায়, এমপি আনারকে হত্যার পর টুকরো টুকরো করা হয়। মরদেহের অংশ বিভিন্ন জায়গায় ফেলে দেয় খুনিরা।