বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ৫০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের এক অভিযানে ৫০ বোতেল ফেন্সিডিল সহ আকবর আলী (৪২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।মঙ্গলবার তাকে আটক করা হয়।সে শার্শা থানার হরিশ্চন্দ্রপুর গ্রামের ফকির আহমেদ এর ছেলে।আটক আসামি এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
থানা ডিউটি অফিসার জানান,
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত স্যারের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান সহ একটি টিম ইং-২৯/০১/২০২৪ তারিখ রাত্র ২৩:৪০ ঘটিকা সময় বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামস্হ বারোপোতা বাজার জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃ আকবর আলী (৪২), পিতা-মোঃ ফকির আহমেদ, সাং-হরিশ্চন্দ্রপুর, থানা- শার্শা, জেলা- যশোরের নিকট হইতে মোট-৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল, মোট ওজন-৫০০০ মিঃলিঃ, মূল্য অনুমান-১,০০,০০০/- (এক লক্ষ) টাকা। উদ্ধার পূর্বক থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।