Dhaka 8:51 pm, Sunday, 6 July 2025

খুলনায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

 

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন রূপসা ব্রিজসংলগ্ন দারোগার লিছ এলাকায় (০৯ জুন ২০২৫) ভোর অনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং আরও চারজন আহত হন।

নিহত ব্যক্তি হলেন মোঃ তানজিম (১৩), পিতা—দুলাল পাটোয়ারী, সাং—পূর্বানী দুর্গাপুর, থানা—ফরিদগঞ্জ, জেলা—চাঁদপুর এবং *মো: রফিক, (৩৯) মোক্তার হোসেন রোড,লবনচরা,খুলনা।

আহতদের মধ্যে রয়েছেন,

১। নিহতের বড় ভাই মোঃ জিহাদ (২৮), মাথায় গুরুতর আঘাত।

২। ট্রাকের যাত্রী মোঃ জালাল (৪৮), পিতা—চান খা, সাং—মাত্রাখালি, থানা—বামনা, জেলা—বরগুনা; পায়ে আঘাত।

৩। ট্রাকের হেল্পার মোঃ ইমন (১৬), পিতা—ইয়াকুব, সাং—গজালিয়া, থানা—কচুয়া, জেলা—বাগেরহাট; পা ও বুকে হালকা আঘাত।

৪। ট্রাক চালক মোঃ আল আমিন (২০), পিতা—ইয়াকুব, সাং—গজালিয়া, থানা—কচুয়া, জেলা—বাগেরহাট; মুখমণ্ডলে আঘাত পান।

 

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ৬টা ১০ মিনিটে তাদের হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে আহতরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।ইজিবাইক চালকের খোঁজ এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে লবণচরা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

২৪ শের গনঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে ইউনিয়ন জামায়াতের খাবার বিতরণ

খুলনায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

প্রকাশঃ 05:58:57 am, Monday, 9 June 2025

 

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন রূপসা ব্রিজসংলগ্ন দারোগার লিছ এলাকায় (০৯ জুন ২০২৫) ভোর অনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং আরও চারজন আহত হন।

নিহত ব্যক্তি হলেন মোঃ তানজিম (১৩), পিতা—দুলাল পাটোয়ারী, সাং—পূর্বানী দুর্গাপুর, থানা—ফরিদগঞ্জ, জেলা—চাঁদপুর এবং *মো: রফিক, (৩৯) মোক্তার হোসেন রোড,লবনচরা,খুলনা।

আহতদের মধ্যে রয়েছেন,

১। নিহতের বড় ভাই মোঃ জিহাদ (২৮), মাথায় গুরুতর আঘাত।

২। ট্রাকের যাত্রী মোঃ জালাল (৪৮), পিতা—চান খা, সাং—মাত্রাখালি, থানা—বামনা, জেলা—বরগুনা; পায়ে আঘাত।

৩। ট্রাকের হেল্পার মোঃ ইমন (১৬), পিতা—ইয়াকুব, সাং—গজালিয়া, থানা—কচুয়া, জেলা—বাগেরহাট; পা ও বুকে হালকা আঘাত।

৪। ট্রাক চালক মোঃ আল আমিন (২০), পিতা—ইয়াকুব, সাং—গজালিয়া, থানা—কচুয়া, জেলা—বাগেরহাট; মুখমণ্ডলে আঘাত পান।

 

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ৬টা ১০ মিনিটে তাদের হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে আহতরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।ইজিবাইক চালকের খোঁজ এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে লবণচরা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।