দেশের তথ্য ডেস্ক:- মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে রোগী দেখতে হাসপাতালে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় আব্দুল মালেক মন্ডল (৪৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৫ জুলাই) রাত পৌনে ৯টায় দিনাজপুরের বিরামপুর পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে টাটকপুর বেলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আব্দুল মালেক মন্ডল ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, শনিবার রাতে আব্দুল মালেক ও তার স্ত্রী মোটরসাইকেলে করে বিরামপুর হাজী ক্লিনিকে যাচ্ছিলেন অসুস্থ আত্মীয়কে দেখতে। পথে টাটকপুর বেলডাঙ্গায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে। আমাদের কাছে এখনো পরিবারের কেউ অভিযোগ করেনি।
অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।