Dhaka 9:33 pm, Sunday, 6 July 2025

ঈদ উল আযহা উপলক্ষে খুলনায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে RAB 6

 

পবত্রি ঈদুল আযহা উপলক্ষে র‌্যাব-৬ এর আওতাধীন ৮টি জেলায় সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ০৫ জুন ২০২৫ বেলা ২ ঘটিকায় কেএমপি খুলনার জোড়া গেইট পশুহাট পরির্দশনে এসে র‌্যাব-৬ এর অধিনায়ক বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট, কোরবানী, ঈদের জামায়াত, চামড়া বেচা-কেনাসহ বেশ কিছু কার্যক্রম পরিচালিত হয়। এক্ষেত্রে যে কোন ধরণের অপতৎপরতা রুখতে সচেষ্ট রয়েছে এলিট ফোর্স র‌্যাব। হাটগুলোতে জাল টাকা শনাক্তে হাটে স্থাপিত র‌্যাব ফোর্সেস এর কন্ট্রোল রুমে জাল নোট সনাক্তের মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়াও এ সময়ে কোরবানির হাট কেন্দ্রিক ও মার্কেটে চুরি-ডাকাতি, ছিনতাই, প্রতারক চক্র, দালাল, মলম পার্টি এবং অজ্ঞান পার্টির তৎপরতাসহ যে কোন অনাকাঙ্খিত ঘটনা রুখতে র‌্যাব-৬ এর গোয়েন্দা নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।

খুলনা বিভাগের কোরবানির পশুর হাটগুলোতে র‌্যাব-৬ কর্তৃক তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও এক হাটের গরু জোর করে অন্য হাটে নামানোসহ পশুর হাট কেন্দ্রিক বিভিন্ন ধরণের চাঁদাবাজি ঠেকাতে র‌্যাব-৬ এর গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সাথে ড্রোন মনিটরিং টিম কাজ করছে এবং বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

সকলের ঈদ-উল-আযহা নির্বিঘ্নে উদযাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব-৬। যে কোন জরুরী প্রয়োজনে পশু ব্যবসায়ীসহ খুলনা বিভাগের সকল জনগণকে র‌্যাবের কন্ট্রোল রুমের মাধ্যমে সহযোগিতার জন্য যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হলো।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে- আমিরুল ইসলাম কাগজী

ঈদ উল আযহা উপলক্ষে খুলনায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে RAB 6

প্রকাশঃ 12:47:02 pm, Thursday, 5 June 2025

 

পবত্রি ঈদুল আযহা উপলক্ষে র‌্যাব-৬ এর আওতাধীন ৮টি জেলায় সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ০৫ জুন ২০২৫ বেলা ২ ঘটিকায় কেএমপি খুলনার জোড়া গেইট পশুহাট পরির্দশনে এসে র‌্যাব-৬ এর অধিনায়ক বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট, কোরবানী, ঈদের জামায়াত, চামড়া বেচা-কেনাসহ বেশ কিছু কার্যক্রম পরিচালিত হয়। এক্ষেত্রে যে কোন ধরণের অপতৎপরতা রুখতে সচেষ্ট রয়েছে এলিট ফোর্স র‌্যাব। হাটগুলোতে জাল টাকা শনাক্তে হাটে স্থাপিত র‌্যাব ফোর্সেস এর কন্ট্রোল রুমে জাল নোট সনাক্তের মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়াও এ সময়ে কোরবানির হাট কেন্দ্রিক ও মার্কেটে চুরি-ডাকাতি, ছিনতাই, প্রতারক চক্র, দালাল, মলম পার্টি এবং অজ্ঞান পার্টির তৎপরতাসহ যে কোন অনাকাঙ্খিত ঘটনা রুখতে র‌্যাব-৬ এর গোয়েন্দা নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।

খুলনা বিভাগের কোরবানির পশুর হাটগুলোতে র‌্যাব-৬ কর্তৃক তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও এক হাটের গরু জোর করে অন্য হাটে নামানোসহ পশুর হাট কেন্দ্রিক বিভিন্ন ধরণের চাঁদাবাজি ঠেকাতে র‌্যাব-৬ এর গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সাথে ড্রোন মনিটরিং টিম কাজ করছে এবং বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

সকলের ঈদ-উল-আযহা নির্বিঘ্নে উদযাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব-৬। যে কোন জরুরী প্রয়োজনে পশু ব্যবসায়ীসহ খুলনা বিভাগের সকল জনগণকে র‌্যাবের কন্ট্রোল রুমের মাধ্যমে সহযোগিতার জন্য যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হলো।