কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার বিশেষ অভিযানে ৫ টি জিআর মামলার পরোয়ানাভূক্ত এবং ১৯ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

-1.jpg

কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার বিশেষ অভিযানে ৫ টি জিআর মামলার পরোয়ানাভূক্ত এবং ১৯ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

দেশের তথ্য ডেস্ক: ২৭ জানুয়ারি রাত্র ১১:৪০্এর সময় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন তেলিগাতী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ (পাঁচ) টি জিআর মামলার পরোয়ানাভূক্ত এবং ১৯ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ মামুন পিচ্চি মামুন।(মাস্তান মামুন, পিতা-ইউসুফ কসাই, সাং-নাজির ঘাট মেইন রোড, থানা-সোনাডাঙ্গা মডেল খুলনা মহানগরীকে গ্রেফতার করা হয়েছে। বিচারিক কার্যক্রম চলাকালীন সময়ে আসামী জামিন প্রাপ্ত হয়ে পলায়ন করে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন তেলিগাতী এলাকায় আত্মগোপন করেছিলো। তৎপরবর্তীতে আভিযানিক চৌকস দল আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামীকে গ্রেফতারপূর্বক যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী আসামী মোঃ মামুন, পিচ্চি মামুন(,মাস্তান মামুন নিম্নবর্ণিত জিআর মামলা সমূহের পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত আসামীঃ
০১) মহানগর এসটিসি নং-০৪/১৬, খুলনা জিআর নং-৩২৭/১৫ এ ১৯ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত হয়েছে।
০২) সোনাডাঙ্গা জিআর নং-১২২/১৫ এ ০১ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড হয়েছে।
০৩) জিআর-নং- ৩৩৬/১৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
০৪) জিআর নং-০৬/১৫, ধারা-১৪৩/১৪৭/১৪৮/৪৪০/ ৩২৩/৩২৪/৩৮৫/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড।
০৫) জিআর-৩৩০/১৬, মামলা নং-২৬, তারিখ-১৯/১০/১৬ খ্রিঃ, ধারা-৩৯৯/ ৪০২ পেনাল কোড।

Share this post

PinIt
scroll to top