র্যাব ৬ কর্তৃক অস্ত্র, মদ ও গান পাউডারসহ গ্রেফতার ১
দেশের তথ্য ডেস্ক: যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি এলাকা হতে ০১ টি দেশি পিস্তুল, ০১ বোতল বিদেশী মদ এবং ১ কেজি ৫০০ গ্রাম গান পাউডারসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ২৭ জানুয়ারী ২০২৪ তারিখ দিবাগত রাতে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি এলাকায় টহল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল ইউনিয়নের পোড়াবাড়ি সাকিনস্থ একটি দোতলা বিল্ডিং এর সামনে কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ রাত আনুমানিক ০১.৫০ ঘটিকার সময় যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি এলাকায় আভিযান পরিচালনা করে আসামী ১। আবুল কাশেম (৬৫), পিতাঃ মৃত- শাহাদাৎ হোসেন, মাতাঃ মৃত- ধলাছুটু, সাং- পদ্মবিলা, থানা- দিঘলিয়া, জেলা- খুলনা’কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১ টি দেশী পিস্তুল,০১ বোতল বিদেশী মদ এবং ১ কেজি ৫০০ গ্রাম অবৈধ গান পাউডার ও ০১ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক স্বাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইন, বিস্ফোরক আইন এবং মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।