কেএমপি’র খুলনা থানার বিশেষ অভিযানে ১২ টি সিআর মামলার এবং ৬ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

FB_IMG_1706356541706.jpg

কেএমপি’র খুলনা থানার বিশেষ অভিযানে ১২ টি সিআর মামলার এবং ৬ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

২৭ জানুয়ারি খুলনা থানা পুলিশের একটি চৌকস টিমের বিশেষ অভিযানে উক্ত থানাধীন হাজী মহসিন রোড এলাকা হতে ১২ (বার) টি সিআর মামলার সাজা পরোয়ানাভুক্ত এবং ০৬ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ মাহফুজ চৌধুরী, পিতা-মৃত: আলহাজ্ব মুছা চৌধুরী, সাং-১৮, হাজী মহসিন রোড, থানা ও জেলা-খুলনাকে গ্রেফতার করা হয়েছে।

আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাগুলো নিম্নরূপঃ

১| মহানগর দায়রা ২৮৩/১৩, ধারা-এনআইএ্যাক্ট-১৩৮, সাজা-আসামীকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড এবং ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

২। ধারা-এনআইএ্যাক্ট-১৩৮, সাজা-আসামীকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

৩। মহানগর দায়রা ৯১৪/১৪, ধারা-এনআইএ্যাক্ট-১৩৮, সাজা-আসামীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৭,৪০,০০০/- (সাত লক্ষ চল্লিশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

৪। মহানগর দায়রা ২১৩৫/১৩, ধারা-এনআইএ্যাক্ট-১৩৮, সাজা-আসামীকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড এবং ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

৫। এসসি ১২৬০/১৫, ধারা-এনআইএ্যাক্ট-১৩৮, সাজা-আসামীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১২,৮০,০০০/- (বার লক্ষ আশি হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

৬। দায়রা ১৭৬৩/১৬, ধারা-এনআইএ্যাক্ট-১৩৮, সাজা-আসামীকে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

৭। এসসি-১৩৭/১৭, ধারা-এনআইএ্যাক্ট-১৩৮, সাজা-আসামীকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড এবং ৪৫,০০,০০০/- (পয়তাল্লিশ লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

৮। এসসি ৪২৪, ধারা-এনআইএ্যাক্ট-১৩৮, সাজা-আসামীকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড এবং ৩০,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

৯। সিআর-৪১৯/১২(বটিয়াঘাটা), ধারা-৪১৯/৪২০ পেনাল কোড।

১০। সিআর-১৯১/২২ খুলনা, ধারা-ধারা-৪১৯/৪২০ পেনাল কোড।

১১। সিআর-১৯১/২২ খুলনা, ধারা-ধারা-৪১৯/৪২০ পেনাল কোড।

১২। সিআর-১৯১/২২ খুলনা, ধারা-ধারা-৪১৯/৪২০ পেনাল কোড, প্রসেস নং-৪২০/২৩

Share this post

PinIt
scroll to top