Dhaka 9:47 pm, Sunday, 6 July 2025

খুলনায় মিছিল করতে গিয়ে আ. লীগের ১৩ সমর্থক আটক

মিছিল করার চেষ্টাকালে খুলনায় স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ সমর্থক। বুধবার (৪ জুন) দুপুর দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃতরা খুলনার ডুমুরিয়ার চুকনগর, খর্নিয়া ও রূপসাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার দুপুর দেড়টাদিকে আওয়ামী লীগের সমর্থক নিজখামার বাজার এলাকায় জড়ো হন।

সেখান থেকে তারা মিছিল বের করার চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ যেয়ে ১৩ জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। এসময় স্থানীয়দের কিল ঘুষিতে এক মিছিলকারী আহত হয়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বাকিদের খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানায় নেওয়া হয়।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, স্থানীয় লোকজন আওয়ামী লীগের সমর্থক ১৩জনকে পুলিশে হস্তান্তর করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও কাদের মধ্যমে এই মিছিল সংগঠিত হয়েছে তাদেরও খোঁজা হচ্ছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে- আমিরুল ইসলাম কাগজী

খুলনায় মিছিল করতে গিয়ে আ. লীগের ১৩ সমর্থক আটক

প্রকাশঃ 12:59:48 pm, Wednesday, 4 June 2025

মিছিল করার চেষ্টাকালে খুলনায় স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ সমর্থক। বুধবার (৪ জুন) দুপুর দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকা থেকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃতরা খুলনার ডুমুরিয়ার চুকনগর, খর্নিয়া ও রূপসাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার দুপুর দেড়টাদিকে আওয়ামী লীগের সমর্থক নিজখামার বাজার এলাকায় জড়ো হন।

সেখান থেকে তারা মিছিল বের করার চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ যেয়ে ১৩ জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। এসময় স্থানীয়দের কিল ঘুষিতে এক মিছিলকারী আহত হয়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বাকিদের খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানায় নেওয়া হয়।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, স্থানীয় লোকজন আওয়ামী লীগের সমর্থক ১৩জনকে পুলিশে হস্তান্তর করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও কাদের মধ্যমে এই মিছিল সংগঠিত হয়েছে তাদেরও খোঁজা হচ্ছে।