বৃষ্টির সম্ভাবনা শেষ টি-টোয়েন্টিতেও

দেশের তথ্য ডেস্ক:-  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টি আজ। এই ম্যাচ দিয়েই শেষ হবে আফগান দলের বাংলাদেশ সফর। আজ জিতলে টানা তিন ওয়ানডে সিরিজ জয় করবে বাংলাদেশ। কিন্তু এই আশায় জল ঢেলে দিতে পারে সিলেটের আবহাওয়া।

রবিবার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালীন সময়ে বৃষ্টির সম্ভাবনা ৭০ থেকে ৭৫ শতাংশ।
গত শুক্রবার সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টি বাগড়া দিয়েছিল। তবু ম্যাচের ফলাফল এসেছে। রুদ্ধশ্বাস ম্যাচে আফগানদের ২ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।

তাই আজকের ম্যাচ নিয়ে দর্শকদের বিপুল আগ্রহ। গতকাল বিকালেই গ্র্যান্ড স্ট্যান্ডের কিছু টিকিট ছাড়া সকল টিকিট বিক্রি হয়ে গেছে। আরও অনেক ক্রিকেটপ্রেমী টিকিট কিনতে এসে হতাশ হয়েছেন।
প্রথম ম্যাচে ভেজা মাঠের কারণে বল গ্রিপ এবং স্পিন করতে সমস্যা হয়েছিল আফগানিস্তানের স্পিনারদের।

ম্যাচ হারের জন্য এটিকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছিলেন অধিনায়ক রশিদ রশিদ খান। আজ সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতেও তাই টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পাশাপাশি বাংলাদেশের টপ অর্ডার নিয়েও দুশ্চিন্তা থাকবে।

Share this post

PinIt
scroll to top