খুলনা হতে ০১ জন মানব পাচারকারী গ্রেফতার করেছে র্যাব-৬
দেশের তথ্য ডেস্ক: দীর্ঘদিন ধরেই খুলনার একটি মানব পাচারকারী চক্র খুলনার দারিদ্র প্রীড়িত জনসাধারনকে চাকুরী এবং অর্থের প্রলোভনে ফেলে পার্শ্ববতী দেশ ভারতে অবৈধ পথে পাচার করে আসছে। এসকল মানব পাচারকারীদের আইনের আওতায় আনার জন্য র্যাব-৬ দীর্ঘদিন ধরেই গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় ২৬ জানুয়ারি র্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, খুলনা জেলার রুপসা থানাধীন মল্লিকপুর এলাকায় স্লুইজ গেইটের সামনে মানব পাচারকারী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ ০০.৩৫ ঘটিকার সময় খুলনা জেলার রুপসা থানাধীন মল্লিকপুর এলাকায় স্লুইজ গেইটের সামনে অভিযান পরিচালনা করে মানব পাচারকারী আসামী ১। ওসিকার মোল্লা (৩০), পিতা-আব্বাস আলী মোল্লা, থানা-রুপসা, জেলা-খুলনাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।