কম দামে গোস বিক্রি করায় বিক্রেতাকে হুমকি, জীবনের নিরাপত্তা চেয়ে জিডি
দেমের তথ্য ডেস্ক: রাজধানীর শাজাহানপুরে মাংস ব্যবসায়ী মো. খলিলকে মেসেজের মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। থানায় জিডির পরে ঘটনাটি উদঘাটনের জন্য পুলিশের একটি টিম ইতোমধ্যে কাজ করছে। বুধবার (২৪ জানুয়ারি) রাতে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা সাংবাদিকদের এমন তথ্য জানান।তিনি জানান, মাংস ব্যবসায়ী খলিলকে গত ১৮ জানুয়ারি ম্যাসেজ ও ফোনের মাধ্যমে হুমকি প্রদান করা হয়। এই কারণে মাংস ব্যবসায়ী খলিল নিজেই ২০ জানুয়ারি শাজাহানপুর থানায় একটি জিডি করেন।এই ডিজির তদন্তে শাহজাহানপুর থানার পুলিশের একটি টিম কাজ করছে। তিনি আরো জানান, কমদামে মাংস বিক্রির কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে কিনা বিষয়টি এখনো পরিষ্কার না। তবে পুলিশ তদন্ত করছে। এছাড়া মাংস ব্যবসায়ী খলিলের সঙ্গে ব্যক্তিগত কারো কোনো দ্বন্দ্ব আছে কিনা সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, রাজধানীর শাহজাহানপুরে প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রি করে আলোচনায় আসা খলিলকে এর আগেও হুমকি দেওয়া হয়।