আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হলেন যারা

1706085995532.jpg

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হলেন যারা

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:  সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের পর আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। আগামী মার্চে প্রথম ধাপের কয়েকটি জেলার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এবার দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সারাদেশের মতো কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ইতোমধ্যে কয়েকজন সম্ভাব্য প্রার্থীরা নাম ঘোষণা দিয়েছেন।

 

সেই তালিকায় রয়েছেন ১. জনাব মোস্তফা জামান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ নাগেশ্বরী ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ,নাগেশ্বরী উপজেলা শাখা। ২. মোঃ একরামুল হক বুলবুল, সদস্য, জেলা পরিষদ কুড়িগ্রাম। ৩. মোঃ কাজী নাজমুল হুদা লাল, সাবেক সদস্য, জেলা পরিষদ কুড়িগ্রাম। ৪. মোঃ রুকনুজ্জামান শিমু, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ নাগেশ্বরী। ৫. মোঃ বেলাল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ নাগেশ্বরী। ৬. মোঃ লিয়াকত আলী (লাকু), চেয়ারম্যান, ৬নং সন্তোষপুর ইউনিয়ন পরিষদ। ৭. আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ, চেয়ারম্যান, ১৪নং কেদার ইউনিয়ন পরিষদ। ৮. মোঃ আব্দুর রহিম শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। ৯. আলহাজ্ব শহিদুল ইসলাম মুকুল, সাবেক প্রিন্সিপাল, রায়গঞ্জ ডিগ্রি কলেজ ও অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার। ১০। হাজী সোহেল, সহ-সাধারণ সম্পাদক, নাগেশ্বরী বণিক সমিতি।

 

সম্ভব্য প্রার্থীদের মধ্যে বর্তমান নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোস্তফা জামান ব্যাতীত বাকী সকলেই এবার প্রথম বারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছেন।দলীয় প্রতীক না থাকায় এবারের উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তারা খুবই আশাবাদী। সম্ভাব্য প্রার্থীদের ভোটের তোড়জোড় শুরু হয়েছে। নিজেদের অবস্থান তুলে ধরার জন্য সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন জনসংযোগ বিভিন্ন উঠান-বৈঠক। পোস্টার বিলবোর্ড ছেঁয়ে গেছে হাট বাজারসহ সর্বত্র। সভা-সমাবেশ এবং স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

Share this post

PinIt
scroll to top