কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে চুরির কাজে ব্যবহৃত মালামাল ও ১টি পিকআপ সহ গ্রেফতার ১

InShot_20240117_183256838.jpg

কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে চুরির কাজে ব্যবহৃত মালামাল ও ১টি পিকআপ সহ গ্রেফতার ১

দেশের তথ্য ডেস্ক: আজ ১৭ জানুয়ারি ২০২৪ খ্রিঃ সময় সকাল ০৯:৩০ ঘটিকার সময় হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত থানাধীন জিরোপয়েন্ট মোড়ে চেকপোষ্ট ডিউটি করাকালে সাতক্ষীরা থেকে খুলনা মুখী একটি মাঝারি আকারের পিকআপ চেকপোস্টের সামনে পৌঁছালে  সিগন্যাল দিয়ে থামাতে গেলে পিকআপটি না থেমে দ্রুত বেগে চালিয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ০৯.৫০ ঘটিকায় হরিণটানা থানার মোবাইল-০৪ ডিউটিরত অফিসার-ফোর্স এবং চেকপোস্ট-০৪ এর ফোর্স মিলে উক্ত পিকআপটি আটকানোর জন্য ধাওয়া করলে পিকআপের চালক হরিণটানা থানাধীন জয়বাংলা মোড় হতে মোস্তফার মোড় গামী খুলনা বাইপাসের পাশে নির্মাণাধীন নতুন জেলখানার প্রধান গেটের সামনে পাঁকা রাস্তার উপর পিকআপটি দাঁড় করে পালানোর চেষ্টাকালে হরিণটানা থানা পুলিশ চোর চক্রের সক্রিয় সদস্য বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া এলাকার মোঃ ইউনুস ফকিরের ছেলে মোঃ ইমদাদুল ফকিরকে গ্রেফতার করতে সক্ষম হয় |চোর চক্রের অপর ০২ (দুই) জন সহযোগী ২) শরিফ শেখ (৩৫), পিতা-শওকত শেখ, সাং-জাবুসা এলাইপুর, থানা-রূপসা, জেলা-খুলনা ৩) হৃদয় (২৮), পিতা-ইসলাম, সাং-জাবুসা এলাইপুর, থানা-রূপসা, জেলা-খুলনাদ্বয় কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামীদের উল্লেখিত নাম-ঠিকানা প্রকাশ করে। ঘটনাস্থলে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ এমদাদুল ফকির (৩২) এর দেহ ও গাড়ি তল্লাশি করে তার উপস্থাপন মতে চুরির কাজে ব্যবহৃত মালামাল ১) ০১ (এক) টি পিকআপ ভ্যান, যার চেসিস নং-LVAV2JBB6NE424059, ইঞ্জিন নং-Q220691745D, রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১২-৪৫৬৯; ২) ০২ (দুই) টি তালা ভাঙ্গার বেনা; ৩) ০১ (এক) টি তালা কাটার কাটারী; ৪) ০১ (এক) টি লোহার শাবল; (৫) ০১ (এক) টি হাসুয়া উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় হরিণটানা থানার মামলা নং-০৬, তারিখ-১৭/০১/২০২৪ খ্রিঃ, ধারা-৪০১ পেনাল কোড রুজু করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top