বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও গাঁজা সহ আটক ২

1705230259224.jpg

বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও গাঁজা সহ আটক ২

মিলন হোসেন বেনাপোল: যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪০ পুরিয়া হিরোইন ও ২৫০ গ্রাম গাঁজাসহ আবু বককর (২৯)ও সুজন (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।রবিবার সকাল ও দুপুরে তাদেরকে আটক করা হয়।

 

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার জানান, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয় এর নির্দেশে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত স্যারের নেতৃত্বে ইং-১3/০১/২০২৪ তারিখ ১৪:৪০ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামস্থ বেনাপোল বাস টার্মিনালের সামনে পাঁকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃ আবু বক্কর সিদ্দিক ৥ ছট্টু (২৯), পিতা-মোঃ ইউসুফ আলী, মাতা-মোছাঃ আশানুর বেগম, সাং- বড় আচঁড়া (ট্রার্মিনাল পাড়া), থানা- বেনাপোল পোর্ট থানা, জেলা –যশোর এর নিকট হইতে ৪০ পুরিয়া হেরোইন, কাগজসহ ওজন ০৪ গ্রাম , মোট অবৈধ বাজার মূল্য অনুমান-৪,০০০/- টাকা সহ ধৃত করেন এবং ইং-১৪/০১/২০২৪ তারিখ ১০.৩০ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামস্থ বেনাপোল রেলষ্টেশন সংলগ্ন বেনাপোল রেলষ্টেশন জামে মসজিদের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃ সুজন (২১), পিতা-মোঃ আলমগীর আকন , মাতা-সিমা বেগম, সাং-রাজাপুর, ইউনিয়ন-আইচগাতি, থানা- রূপসা, জেলা –খুলনা এর নিকট হইতে উদ্ধার-২৫০ গ্রাম গাঁজা, মূল-৭,৫০০/- টাকা সহ থানায় হাজির হয়ে পৃথক পৃথক এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানায় পৃথক পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

Share this post

PinIt
scroll to top