খুলনা-৬ নবনির্বাচিত সংসদ সদস্য রশীদুজ্জামান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
শাহরিয়ার কবির,পাইকগাছা:- নির্বাচনে জয়লাভের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন খুলনা-৬ আসনের আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। তিনি সোমবার দুপুরে দলীয় নেতাকর্মী, কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বর ও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করার মাধ্যমে শ্রদ্ধা জানান। এসময় উপজেলা পরিষদ চত্বরে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে মোঃ রশীদুজ্জামান বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন। আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি ও স্বনির্ভর বাংলাদেশ। তিনি বলেন, সরকারের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে এবং বিএনপি জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে দলের মধ্যে ঐক্য এবং শৃঙ্খলা প্রয়োজন। এ জন্য দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করা হবে। এটা করতে পারলে আগামী দিনে প্রতিটি নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সহজ হবে বলে তিনি মন্তব্য করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম, জেলা সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাওসার আলী জোয়ার্দ্দার, কাজল কান্তি বিশ্বাস, আব্দুল মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদার, আওয়ামী লীগ নেতা জিএম ইকরামুল ইসলাম, হেমেশ চন্দ্র মন্ডল, সরদার বজলুর রহমান, শেখ ইকবাল হোসেন খোকন, নির্মল চন্দ্র অধিকারী, শংকর দেবনাথ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী গাজী, নির্মল বৈদ্য, মঙ্গল মন্ডল, হেদায়েত আলী টুকু, কৃষ্ণ পদ মন্ডল, উপজেলা কৃষকলীগের সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, যুবলীগনেতা অহেদুজ্জামান মোড়ল, সুকুমার বিশ^াস, অধ্যক্ষ শিমুল বিল্লাহ, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।