Dhaka 3:35 pm, Tuesday, 6 May 2025

ড্রোন হামলায় মস্কোর সব বিমানবন্দর বন্ধ

ইউক্রেন মস্কোর দিকে রাতভর ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এ কারণে মস্কোর চারটি বড় বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়, যাতে মানুষ নিরাপদ থাকে।

মস্কোর মেয়র জানিয়েছেন, অন্তত ১৯টি ড্রোন শহরের দিকে আসছিল, কিন্তু সেগুলো শহরে ঢোকার আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। কিছু ড্রোনের টুকরো শহরের একটি বড় রাস্তার ওপর পড়েছে, তবে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এই নিয়ে টানা দ্বিতীয় রাত ইউক্রেন থেকে ড্রোন হামলা হয়েছে বলে দাবি করে রাশিয়া। আগের রাতেও তারা ২৬টি ড্রোন ধ্বংস করেছে বলে জানায়।

এদিকে ইউক্রেন এখনো এ নিয়ে কিছু বলেনি। তবে ইউক্রেনের কিছু শহরেও রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাশিয়ার সীমান্তের কুর্স্ক এলাকায়ও যুদ্ধ চলছে। ইউক্রেন বলছে, তারা কুর্স্কে রাশিয়ার ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র আঘাত করেছে। রাশিয়া বলছে, ইউক্রেন তাদের সীমান্ত পার হয়ে হামলা চালিয়েছে, বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে এবং এতে দুই কিশোর আহত হয়েছে।

এই পরিস্থিতিতে ইউক্রেন সীমান্তবর্তী সুমি এলাকার কিছু গ্রামে মানুষকে সরে যেতে বলা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ড্রোন হামলায় মস্কোর সব বিমানবন্দর বন্ধ

প্রকাশঃ 03:11:49 am, Tuesday, 6 May 2025
ইউক্রেন মস্কোর দিকে রাতভর ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এ কারণে মস্কোর চারটি বড় বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়, যাতে মানুষ নিরাপদ থাকে।

মস্কোর মেয়র জানিয়েছেন, অন্তত ১৯টি ড্রোন শহরের দিকে আসছিল, কিন্তু সেগুলো শহরে ঢোকার আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। কিছু ড্রোনের টুকরো শহরের একটি বড় রাস্তার ওপর পড়েছে, তবে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এই নিয়ে টানা দ্বিতীয় রাত ইউক্রেন থেকে ড্রোন হামলা হয়েছে বলে দাবি করে রাশিয়া। আগের রাতেও তারা ২৬টি ড্রোন ধ্বংস করেছে বলে জানায়।

এদিকে ইউক্রেন এখনো এ নিয়ে কিছু বলেনি। তবে ইউক্রেনের কিছু শহরেও রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাশিয়ার সীমান্তের কুর্স্ক এলাকায়ও যুদ্ধ চলছে। ইউক্রেন বলছে, তারা কুর্স্কে রাশিয়ার ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র আঘাত করেছে। রাশিয়া বলছে, ইউক্রেন তাদের সীমান্ত পার হয়ে হামলা চালিয়েছে, বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে এবং এতে দুই কিশোর আহত হয়েছে।

এই পরিস্থিতিতে ইউক্রেন সীমান্তবর্তী সুমি এলাকার কিছু গ্রামে মানুষকে সরে যেতে বলা হয়েছে।