ভারত থেকে ফিরে আসার সময় স্ট্রোক করে বাংলাদেশি পাসপোর্টযাত্রীর মৃত্যু।

393059683_1112537626786471_6601124259536572528_n.jpg

মিলন হোসেন বেনাপোল,
চিকিৎসা শেষে ভারত থেকে দেশে ফিরে আসার সময় পেট্রাপোল সীমান্তে হোসেন শেখ (৬৩) নামে এক বাংলাদেশী পাসপোর্টযাত্রী স্ট্রোক করে মৃত্যু বরন করেছেন।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ওই যাত্রীর মৃত্যু হয়েছে। সে বাংলাদেশের খুলনা জেলার দৌলতপুর থানার পারমানিক পাড়া গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর – A08030900.

ঘটনার বিবরনে জানা যায়, কিছুদিন আগে হোসেন শেখ তার স্ত্রীকে নিয়ে ভারতে যান চিকিৎসার জন্য। চিকিৎসা শেষে দেশে ফিরে আসার জন্য ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের সিল মারার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল। অসুস্থ অবস্থায় দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকার এক পর্যায়ে অতিরিক্ত যাত্রীর ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এতে তিনি মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলে মারা যান।

ভারত ফেরত রহিমা বেগম নামে এক যাত্রী জানান, আজ ভোরে ভারত থেকে বাড়ি আসার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলাম। আমার থেকে ১৫-২০ জনের পেছন দাড়িয়ে ছিল ওই ব্যক্তি । এক সময় মানুষের গাদাগাদির মধ্যে ওই লোকটি পড়ে যান। পরে কি হয়েছে জানিনা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন এলাকায় একজন পাসপোর্ট যাত্রীর মৃত্যুর খবর শুনেছি।

Share this post

PinIt
scroll to top