দেশের তথ্য ডেস্ক:-
সোমবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এহেতেশাম রেজা তার কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন।
কুষ্টিয়ার হেভিওয়েট প্রার্থী কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি ও কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি দুজনকেই নৌকা প্রতীক বরাদ্দ করা হয়েছে। এছাড়াও নৌকা পেয়েছেন কুষ্টিয়া-১ আসনে বর্তমান সংসদ সদস্য রাকসুর সাবেক ভিপি আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্ ও কুষ্টিয়া-৪ আসনে বর্তমান এমপি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার সেলিম আলতাফ জর্জ।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কুষ্টিয়া-১ আসনে সাবেক এমপি রেজাউল হক চৌধুরী ট্রাক প্রতীক, সাবেক এমপি প্রয়াত আফাজ উদ্দিনের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা পটল ইগল, দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আল মামুন কেতলি, কুষ্টিয়া-২ আসনে মিরপুর উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন ট্রাক, ডা. সরদার মুস্তানজীদ কেতলি, ডা. ইফতেখার মাহমুদ মোড়া, রুবেল পারভেজ ইগল, কুষ্টিয়া-৩ আসনে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু ইগল, কুষ্টিয়া-৪ আসনে সাবেক এমপি আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ ট্রাক প্রতীক পেয়েছেন।
জাতীয় পার্টির লাঙল প্রতীক পেয়েছেন- কুষ্টিয়া-১ আসনে সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত কোরবান আলীর ছেলে শাহারিয়ার জামিল, কুষ্টিয়া-২ আসনে শহীদুল ইসলাম ফারুকী ও কুষ্টিয়া-৪ আসনে আয়েনউদ্দিন।
তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীক পেয়েছেন কুষ্টিয়া-১ আসনে মো. আনিসুর রহমান ও কুষ্টিয়া-৪ আসনে আবু সামস মো. খালেকুজ্জামান।
বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীক পেয়েছেন কুষ্টিয়া-১ আসনে মো. সেলিম রেজা ও কুষ্টিয়া-৪ আসনে রাশেদুল ইসলাম।
বাংলাদেশ ওয়ার্কাস পার্টির হাতুরি প্রতীক পেয়েছেন কুষ্টিয়া-১ আসনের মো. মজিবুর রহমান। জাসদের মশাল প্রতীক পেয়েছেন কুষ্টিয়া-১ আসনের শরিফুল কবির স্বপন।
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীক পেয়েছেন কুষ্টিয়া-১ আসনে সাজেদুল ইসলাম। বিএনএম এর নোঙর প্রতীক পেয়েছেন কুষ্টিয়া-২ আসনের আরিফুর রহমান।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ার প্রতীক পেয়েছেন কুষ্টিয়া-২ আসনের বাবুল আক্তার। ন্যাশনাল পিপল্স পার্টির আম প্রতীক পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের ফরিদ উদ্দিন শেখ ও কুষ্টিয়া-৪ আসনে শহিদুল ইসলাম। বিএনএফর টেলিভিশন প্রতীক পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের কেএম জহুরুল ইসলাম ও কুষ্টিয়া-৪ আসনের হারুনার রশিদ।
বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফুলে মালা প্রতীক নিয়ে লড়বেন কুষ্টিয়া-৩ আসনে মেহেদী হাসান রিজভী ও কুষ্টিয়া-৪ আসনে আলতাফ হোসেন।
কুষ্টিয়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানান- কুষ্টিয়ার ৪টি আসনে এবার মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এরমধ্যে যাচাই-বাছাইয়ে গত ৪ ডিসেম্বর বাদ পড়েন ১৭ জন। ১৫ ডিসেম্বর পর্যন্ত তাদের আপীলের শুনানী শেষে ৮জন প্রার্থীতা ফিরে পান। প্রত্যাহারের আগ পর্যন্ত বৈধ প্রার্থী ছিলো ৩৭। ৬ জন প্রত্যাহার করায় এখন ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।