নির্বাচনী দৌড়ে টিকে রইলেন ৩০ প্রার্থী সাতক্ষীরার চারটি আসনে

election_commission_0-2.jpeg

দেশের তথ্য ডেস্ক:- 

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনী দৌড়ে টিকে রইলেন ৩০ জন প্রার্থী। সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের পর চূড়ান্তভাবে ভোটের লড়াইয়ে অবতীর্ণ হবেন তারা। এসব প্রার্থীদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) ১০ জন, সাতক্ষীরা-২ (সদর) আসন ৭ জন, সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা-কালিগঞ্জ আংশিক) ৬ জন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর- কালিগঞ্জ আংশিক) আসনে ৭ জন। রিটার্নিং অফিসারের কার্যলয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
চূড়ান্ত প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল­াহ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, স্বতন্ত্র তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, স্বতন্ত্র জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মুজিবুর রহমান, জাতীয় পার্টির সৈয়দ দীদার বখত, তৃণমূল বিএনপি’র সুমি ইসলাম, মুক্তিজোটের শেখ মোঃ আলমগীর, স্বতন্ত্র মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম।

সাতক্ষীরা-২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধ মীর মোস্তাক আহমেদ রবি-এমপি, স্বতন্ত্র মোঃ আফসার আলী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর মোঃ কামরুজ্জামান বুলু, স্বতন্ত্র এনছান বাহার বুলবুল, জাতীয় পার্টির মোঃ আশরাফুজ্জামান আশু এবং তৃণমূল বিএনপি’র ফারহান মেহেদী।

সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম রুহুল হক, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) শেখ তরিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোঃ আব্দুল হামিদ, জাকের পার্টির মোঃ মঞ্জুর হোসান, তৃণমূল বিএনপি’র রুবেল হোসেন ও জাতীয় পার্টির মোঃ আলিফ হোসেন।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে তৃণমুল বিএনপি’র আসলাম আল মেহেদী, বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আতাউল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এইচ এম গোলাম রেজা, স্বতন্ত্র মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শেখ ইকরামুল ও জাতীয় পার্টির মোঃ মাহবুবুর রহমান।

Share this post

PinIt
scroll to top