পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির আহবানে,,, এক বিশাল বস্তিবাসীদের সমাবেশ।

409499521_883460146441789_8162501028165941460_n.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির আহবানে,,, এক বিশাল বস্তিবাসীদের সমাবেশ।

১২ই ডিসেম্বর মঙ্গলবার, ঠিক দুপুর একটায়, ধর্মতলা রানী রাসমণি রোডে ,পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির একটি বিশাল সমাবেশ করলেন বস্তিবাসীদের নিয়ে। বিভিন্ন জেলা থেকে প্রায় কয়েকশো বস্তিবাসী আজ এই সমাবেশে যোগ দেন।

এই সমাবেশের সভাপতিত্ব করেন অশোক ভট্টাচার্য, এছাড়া বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লাহ হান্নান মোল্লা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য , ড: ফুয়াদ হালিম, সাধারণ সম্পাদক সুখ রঞ্জন দে সহ অন্যান্যরা,

যেভাবে রাজ্যজুড়ে কেন্দ্রীয় সরকারী সংস্থা ,রেল ,রাজ্য সরকারের উদ্যোগে বস্তি উচ্ছেদের চেষ্টা চলছে, তাতে বস্তি বাসীরা আতঙ্কে রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, যাদের ঠিক মত রুজি রোজকার নাই, তাদেরকে উচ্ছেদ করার প্ল্যান চলছে আমরা এ হতে দেব না। আমরা এদের নিয়ে রুখে দাঁড়াবো এবং সকল বস্তিবাসীদের একটা কথায় বলবো কেউ ভয় পাবেন না, আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। সরকার যদি আইনের মধ্য দিয়ে তোলার চেষ্টা করেন তবে আমাদেরও আইন জানা আছে,, কিভাবে রুখতে হয়, এছাড়াও স্মার্ট মিটার চলবে না, সরকারের ভ্রান্ত নীতি বন্ধ করতে হবে। কারণ স্মার্ট মিটার হল মোবাইল রিচার্জের মতো, যদি রিচার্জ ফুরিয়ে গেলে মোবাইল বন্ধ হয়ে যায়, তেমনি স্মার্ট মিটারে যখন টাকা ফুরিয়ে যাবে তখন কারেন্ট অন্ধকার হয়ে যাবে, আমরা তা হতে দেব না। বস্তি উচ্ছেদ ও স্মার্ট মিটারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এছাড়াও সরকারকে বিনামূল্যে মাসিক ২০০ ইউনিট বিদ্যুৎ দিতে হবে।, বাসস্থান ,জন্মভিটা সহ অর্জিত অধিকার রক্ষা জন্য আপনারা এক হন,

ইদানিং বেশিরভাগই দেখা যাচ্ছে যে সকল জায়গায় বস্তিবাসীরা বসে আছেন, সরকার বিভিন্ন রকম আইন করে তাদেরকে তোলার চেষ্টা করছেন এবং সেই সকল জায়গা প্রোমোটারদের হাতে চলে যাচ্ছে, সেখানে বড় বড় মাল্টি স্টোর বিল্ডিং তৈরী হচ্ছে ,অথচ সরকার একবারও এই সকল মানুষের কথা ভাবেন না, যাদের বাসস্থান নায় তারাই এইভাবে বসে আছে, তাদের পরিবার নিয়ে কোনরকম আর তাদের তুলে সরকার অন্য কাজে লাগানো চক্রান্ত চালাচ্ছে। লক্ষ লক্ষ টাকা ইনকামের রাস্তা তৈরি করছে,, সরকার সাধারণ মানুষদের কথা ভাবেন না, আমরা কখনোই হতে দেব না, বস্তিবাসীদের উদ্দেশ্যে জানাই, আপনারা রুখে দাঁড়ান এবং আমাদের সাথে থাকুন,, বক্তারা বিভিন্নভাবে সরকারকে আক্রমণ করলেন। এবং মঞ্চ থেকে হুঁশিয়ারী দিলেন।

রিপোর্টার,,, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা

Share this post

PinIt
scroll to top