পাইকগাছায় শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন সফল জননী রহিমা বেগম

sha.jpg

শাহরিয়ার কবির,পাইকগাছা 
সফল জননী যে নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা লাভ করেছেন পাইকগাছার গৃহবধু রহিমা বেগম। রহিমা বেগম উপজেলার রাড়–লী গ্রামের নেহাল উদ্দীন সরদারের স্ত্রী। রহিমা বেগম পেশায় গৃহিনী হলেও সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তার সন্তানরা দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন। রহিমা বেগম এর ৩ ছেলে ও ১ মেয়ে। বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন, মেঝ ছেলে হাসান আল আজাদ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পাবনায় কর্মরত রয়েছেন, ছোট ছেলে হুসাইন আল রাজ ঢাকা সিটি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন, একমাত্র মেয়ে আফরোজা খাতুনকে অভিজাত পরিবারে বিবাহ দিয়েছেন। গত শনিবার পাইকগাছা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত বেগম রোকেয়া দিবস ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সফল জননী যে নারী ক্যাটাগরিতে রহিমা বেগমকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Share this post

PinIt
scroll to top