Dhaka 12:26 pm, Monday, 7 July 2025

কুয়েটে আজ একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও শিক্ষকরা পাঠদান থেকে বিরত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষনা অনুযায়ী আজ ৪ মে (রবিবার) একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও শিক্ষকবৃন্দ পাঠদান থেকে বিরত রয়েছেন। কুয়েটের শিক্ষক লাঞ্ছিতের বিচার না হওয়ায় শিক্ষক সমিতি পাঠদান করবেন না বলে ঘোষনা দেন। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্লাসে না যেয়ে শিক্ষকরা এ কর্মবিরতি পালন করছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, শিক্ষক সমিতির সিদ্ধান্ত মোতাবেক এখনও পাঠদান করার পরিস্থিতি তৈরি হয়নি।

 

গেল ১৮ ফেব্রুয়ারি ছাত্রদলের প্রচার পত্র বিলিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষাথীদের সাথে ছাত্রদলের সংর্ঘষের ঘটনা ঘটে। এতে শতাধিক শিক্ষাথী আহত হন। এ ঘটনায় শিক্ষাথীরা ৬ দফা দাবিতে আন্দোলনে নামে। এরকম পরিস্থিতিতে ২৫ ফেব্রæয়ারি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৪ এপ্রিল রাতে সিন্ডিকেট সভায় আগামী ৪ মে একাডেমী কার্যক্রম শুরু ও দুই মে হল খোলার ঘোষণা দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা ১৫ এপ্রিল মঙ্গলবার তালা ভেঙে হলগুলোতে প্রবেশ করে। পরে উপাচার্যের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনে মাঠে নামে তারা। ১৭ এপ্রিল দুপুর থেকে আমরন অনশন শুরু করে শিক্ষার্থীরা। ২৪ এপ্রিল রাত দেড়টায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির ঘোষনা দিলে আন্দোলনরতরা কর্মসূচী প্রত্যাহার করে। ১ মে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে নিয়োগ দেয়া হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পিতা ইয়াকুব আলী গুরুতর অসুস্থ, দ্রত সুস্থতায় বিভিন্ন নেতৃবৃন্দ বিবৃতি

কুয়েটে আজ একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও শিক্ষকরা পাঠদান থেকে বিরত

প্রকাশঃ 06:24:05 am, Sunday, 4 May 2025

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ব ঘোষনা অনুযায়ী আজ ৪ মে (রবিবার) একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও শিক্ষকবৃন্দ পাঠদান থেকে বিরত রয়েছেন। কুয়েটের শিক্ষক লাঞ্ছিতের বিচার না হওয়ায় শিক্ষক সমিতি পাঠদান করবেন না বলে ঘোষনা দেন। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্লাসে না যেয়ে শিক্ষকরা এ কর্মবিরতি পালন করছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, শিক্ষক সমিতির সিদ্ধান্ত মোতাবেক এখনও পাঠদান করার পরিস্থিতি তৈরি হয়নি।

 

গেল ১৮ ফেব্রুয়ারি ছাত্রদলের প্রচার পত্র বিলিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষাথীদের সাথে ছাত্রদলের সংর্ঘষের ঘটনা ঘটে। এতে শতাধিক শিক্ষাথী আহত হন। এ ঘটনায় শিক্ষাথীরা ৬ দফা দাবিতে আন্দোলনে নামে। এরকম পরিস্থিতিতে ২৫ ফেব্রæয়ারি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৪ এপ্রিল রাতে সিন্ডিকেট সভায় আগামী ৪ মে একাডেমী কার্যক্রম শুরু ও দুই মে হল খোলার ঘোষণা দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা ১৫ এপ্রিল মঙ্গলবার তালা ভেঙে হলগুলোতে প্রবেশ করে। পরে উপাচার্যের পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনে মাঠে নামে তারা। ১৭ এপ্রিল দুপুর থেকে আমরন অনশন শুরু করে শিক্ষার্থীরা। ২৪ এপ্রিল রাত দেড়টায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতির ঘোষনা দিলে আন্দোলনরতরা কর্মসূচী প্রত্যাহার করে। ১ মে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে নিয়োগ দেয়া হয়।