প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ : খুলনা বিভাগের ১৮ ক্যাটাগরীতে সম্মাননা

primary.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ সালের জন্য খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও এসএমসি সভাপতিকে সম্মাননা দিয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ খুলনা।
বুধবার বিকেল ৩টায় খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালকের সম্মেলন কক্ষে শ্রেষ্ঠ সভাপতি, শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ১৮ ক্যাটাগরীতে এ পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোসলেম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফজলে রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম।

জাতীয় শিক্ষা পদক-২০২৩ এ খুলনা বিভাগীয় পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ। চৌধুরী রায়হান ফরিদ এর আগে থানা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন।

বিভাগীয় পর্যায়ের অন্যান্য ক্যাটগরীতে বিজয়ীরা হলেন শ্রেষ্ঠ জেলা প্রশাসক মাগুরার জেলা প্রশাসক মোঃ আবু নাসের বেগ, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মেহেরপুরের গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ পিটিআই সুপারিনটেন্ট যশোর পিটিআইয়ের সুপারিনটেন্ট মোঃ আতিয়ার রহমান, শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর খুলনা পিটিআইয়ের সঞ্জয় মন্ডল, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার বাগেরহাট সদরের রুহুল কুদ্দুস তালুকদার, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মোহাম্মদ আবুল হাসান, শ্রেষ্ঠ ইউআরসি উপজেলা রিসার্চ সেন্টার যশোরের মোঃ সাইদুল হক ইন্সট্রাক্টর, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে খুলনার বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা খুলনার সদর থানার পূর্ব বানিয়াখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিলরুবা ইয়াসমিন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন খুলনার পাইকগাছা উপজেলার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন সরকার, শ্রেষ্ঠ কর্মচারী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী মোঃ হাসান আলী, শ্রেষ্ঠ কাব শিক্ষক যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ মফিদুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর থানার দিন বোয়ালমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুসলমান সালমা সুলতানা, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মাগুরা জেলার সদর থানার ভিটাসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পঙ্কজ কান্তি আইচ।

Share this post

PinIt
scroll to top