পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

durniti.jpg

শাহরিয়ার কবির, পাইকগাছা।।
দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কমিশন কর্তৃক “পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি” গঠন করা হয়েছে। খুলনা বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ স্বাক্ষরিত পরিপত্রে এটি নিশ্চিত করেছেন পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পাইকগাছা সরকারি কলেজের অব. অধ্যাপক জিএমএম আজারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অব. অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ। পুনর্গঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা ও ব্যবসায়ী মো. নিজাম উদ্দীন, সদস্য পারুল রাণী মন্ডল, ডিপ্লো. চিকিৎসক পূর্ণ চন্দ্র মন্ডল, এনজিও প্রতিনিধি মাহফুজা সুলতানা, জামিনুর ইসলাম ও সুমন শীল। “পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি” পুনর্গঠিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পুনর্গঠিত কমিটির সদস্য বৃন্দ।

Share this post

PinIt
scroll to top