দেশের তথ্য ডেস্ক:-
পায়েল সরকার অরগানাইজেশন এর পরিচালনায় ,,,এবং অভিনেত্রী ও সমাজসেবী পায়েল সরকারের উদ্যোগে,, 24 শে নভেম্বর শুক্রবার বিকেল পাঁচটায় একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে,, বঙ্গকৃতি সম্মান তুলে দিলেন অর্গানাইজেশনের কর্ণধার পায়েল সরকার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ, বিধায়ক, অভিনেত্রী, নৃত্যশিল্পী, সুরকার থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ, এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল,, বঙ্গকৃতি সম্মান তুলে তাহাদের পথ চলাকে শক্ত করে তোলা,, ,,যাহারা নিজেদের জীবনযুদ্ধে লড়াই করে এগিয়ে চলেছেন এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।। যাহারা নিজেদেরকে কখনোই কারো সামনে মাথানত করেননি,, যে কোন মানুষের বিপদে ছুটে গিয়েছেন এমন সব মানুষের হাতে এই সম্মান তুলে দিয়ে নিজেকে কৃতজ্ঞ মনে করেন।।
উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ শান্তনু সেন ,,বিধায়ক তাপস চ্যাটার্জী,, প্রফেসর সুজয় বিশ্বাস ,, ডক্টর নির্মল মাঝি, সুরকার মোল্লার ঘোষ ,অভিনেত্রী মল্লিকা ঘোষ, বসাক ইন্টিরিয়র এর কর্ণধার সঞ্জীব বসাক, নৃত্য শিল্পী ও আইনজীবী সায়ন্তিনী, সহ আরো অন্যান্য অতিথি বৃন্দরা,,
প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে ও একটি নৃত্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং একে একে অতিথিদের সম্বর্ধনা দেন।, উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক ও একটি স্মারক দিয়ে সম্বোধনা জানান।
এরপর প্রত্যেক অতিথিরা সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে এই কাজের কর্মধারাকে তুলে ধরেন,, বলেন পায়েল যে কাজ আজ করেছে সেটা অতি অবশ্যই সম্মানীয়, আমরা আগে ভাবতে পারিনি ,,যে পায়েল এই ধরনের একটা পরিকল্পনা নিয়েছে,, তবে এসে স্বচক্ষে আমরা দেখে অভিভূত, আমরাও ওর পাশে থাকার চেষ্টা করব,, এরপর সকলের উপস্থিতিতে,, এবং প্রত্যেকের হাত দিয়ে, সম্মানিত অতিথিদের পুরস্কৃত করেন,
এই সম্মান পেয়ে সকল আমন্ত্রিত অতিথিরা পায়েল সরকারকে কৃতজ্ঞতা জানান এবং বলেন আমরা অভিভূত, আমাদেরকে এইভাবে সম্মান দেওয়ায়,, আমাদের মনোবল আরো বাড়িয়ে দিল,
সাথে সাথে এই অর্গানাইজেশনের কর্ণধার পায়েল সরকার বলেন,, এটা আমার একার কৃতিত্ব নয়, সবাই যদি আমার পাশে না থাকতো ,,হয়তো এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব হতো না।, তাই সকলের ভালোবাসা এবং সহযোগিতা আমাকে সাহস যুগিয়েছেন, সবার সহযোগিতা এইভাবে পেলে আমি আগামী দিনে আরো বড় করে কিছু করতে পারব আশা করি।। এটা আমার প্রথম সিজিন ।
রিপোর্টার ,, শম্পা দাস ও সমরেশ রায়,,, কলকাতা