লঘুচাপের আভাস বঙ্গোপসাগরে -আবহাওয়া অধিদপ্তর।

weather-230833.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, রোববারের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ে পরবর্তীতে আরও ঘণীভূত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সোমবারের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, সোমবারের পরিবর্তে দুই একদিন পিছিয়েও লঘুচাপটি সৃষ্টি হতে পারে। এর গতিপথ শ্রীলঙ্কার তামিলনাড়ুর দিকে হওয়ার সম্ভাবনা বেশি।

লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না। সম্ভাব্য লঘুচাপটির পরবর্তী ধাপগুলো পর্যবেক্ষণের পর বোঝা যাবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিনা।

আজ শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল রোববারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Share this post

PinIt
scroll to top