দেশের তথ্য ডেস্ক:-
সাতক্ষীরায় ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। মনোনয়ন প্রত্যার্শী ৪৬ জনের মধ্যে কোন চারজন পাচ্ছেন দলীয় মনোনয়ন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। মনোনয়ন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন প্রার্থীরা। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য প্রকাশ করে নিজেদের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি প্রকাশ করছেন অনেকে। এমনকি প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ উৎসব খাওয়া-দাওয়ারও খবর পাওয়া যাচ্ছে। ফলে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে একরকম উৎসবের আমেজ বিরাজ করছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ও রংপুর বিভাগের পর খুলনাসহ আরও চারটি বিভাগে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ৪৫ থেকে বেড়ে ৪৬ জন হয়েছে। সাবেক ছাত্রনেতা ও আশাশুনি উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলীর দলীয় মনোনয়ন সংগ্রহের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
অপরদিকে জেলায় কে পাচ্ছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন এ নিয়ে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চলছে উদ্বেগ উৎকণ্ঠা। তবে অধিকাংশের বক্তব্য দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন সকলেই তার পক্ষে কাজ করবেন।
চারটি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)-সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শহিদ স ম আলাউদ্দীন তনয়া লায়লা পারভীন সেঁজুতি, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম লালটু ও জেলা আওয়ামী লীগ নেতা এড. মোহাম্মদ হোসেন, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু, ঢাবির জসিম উদ্দীন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির টুটুল, কৃষক লীগ নেতা আফজাল হোসেন।
সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমাদানকারিরা হলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি মীর মোস্তাক আহম্মেদ রবি-এমপি, সহ-সভাপতি ড. কাজী এরতাজা হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, যুগ্ম-সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, সাংগাঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন ও সাবেক সচিব শাফী আহম্মেদ।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহকারিরা হলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ডা. আ. ফ. ম রুহুল হক, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, নর্দান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপন, আওয়ামী লীগ নেতা আফসার আলী, সাবেক ছাত্রনেতা ও আশাশুনি উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. গোলাম মোস্তফা ও ছাত্রলীগ নেতা খালিদ হাসান নয়ন।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয় ফরম সংগ্রহ করেছেন ১২ জন। মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জগলুল হায়দার, সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদ মেহেদী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাকসুদা খানম মেধা, সাংগাঠনিক সম্পাদক শফিউল আযম লেলিন, জেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা বাবলুর রহমান, তরুণ লীগের সাধারণ সম্পাদক জিএম শফিউল্লাহ, আওয়ামী লীগ নেতা এড. মোজাহার হোসেন কান্টু, রনি আহমেদ, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সুমন ও আনিছুর রহমান আনিছ মনোনয়ন কিনেছেন বলে সূত্র জানায়।
তবে চুড়ান্তভাবে কোন চারজন পাচ্ছেন আ’লীগের দলীয় মনোনয়ন তা জানতে অপেক্ষা করতে হবে আরও একদিন।