বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ৫ম জাতীয় প্রতিনিধি সম্মেলন

VGJGHGV.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ৫ম জাতীয় প্রতিনিধি সম্মেলন আজ ১৭ নভেম্বর (২০২৩) শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুনুর রশিদ খান বক্তব্য রাখেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান অনুষ্ঠান সঞ্চালন করেন। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই সম্মেলনের সফলতা কামনা করে বলেন, দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নে কাজ করার লক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম. এ ওয়াজেদ মিয়া এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষাব্যবস্থায় বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, মানবিক, উদার -নৈতিক, বৈজ্ঞানিক ও কর্মমূখী চিন্তা-ভাবনা সকলের মাঝে ছড়িয়ে দিতে এই সংগঠন কার্যকর ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

Share this post

PinIt
scroll to top