ছাত্রদলের বিক্ষোভ মিছিল তফসিল বাতিলের দাবিতে

dol.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচা শিল্পকলা একাডেমি গেইট থেকে মৎস ভবন অভিমুখে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়েছে।

তফসিল বাতিলের দাবিতে এবং পঞ্চম দফা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ২য় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তফসিলের বিরুদ্ধে এবং অবরোধের পক্ষে বিভিন্ন স্লোগান সহকারে মিছিল শেষে শিল্পকলা একাডেমি সংলগ্ন চৌরাস্তায় রাস্তায় বসে অবরোধ করেন।

এ বিষয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, জনগণ সরকারের ফরমায়েশি নির্বাচনী তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছে। তফসিল ঘোষণা করে অবৈধভাবে সরকারে টিকে থাকা আর যাবে না। বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। জাতীয়তাবাদী ছাত্রদল একদফা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে রয়েছে। দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিন, ঢাবির অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আলফি লাম, মাষ্টারদা সূর্যসেন হল ছাত্রদলের প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইব আহমেদ সজীব, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা।

এছাড়াও সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি কাজী মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, যুগ্ম সম্পাদক মো. আকরাম হোসেন টোটন, সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম, তিতুমীর কলেজ ছাত্রদলের ছাত্রনেতা লিমন আহম্মেদ, খোকা আহমেদ, আরিফ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. মজিবুল হক রিপন, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক গণ শিক্ষা বিষয়ক সম্পাদক এম এইচ রাসেল বিল্লাহ, মো. রাসেল, জাহিদ হোসেন ফাহিম, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আবু সুফিয়ান, মাহমুদ বিন কবির, রাসেল সরকার, জাহিদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন, হারুন অর রশিদ, জাহিদুল ইসলাম, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান শাহ শাকিলসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top