০২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ০২ (দুই) জন চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার লবণচরা থানা পুলিশের চেকপটোষ্ট ডিউটি করাকালীন সময়ে

kmp2.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

লবণচরা থানার জিডি নং-১২৫০, তাং-২৪/১০/২০২৩ খ্রিঃ মূলে কেএমপি লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত থানাধীন সাচিবুনিয়া বিশ্বরোড মোড় মোটর সাইকেল স্ট্যান্ড সংলগ্ন বটগাছের সামনে পাঁকা রাস্তার উপর চেকপটোষ্ট ডিউটি করাকালীন সময়ে রাত্র ২২.১০ ঘটিকার সময় একজন মোটর সাইকেল আরোহী কে থামিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চান এবং আরোহীর নাম ঠিকানা সংক্রান্ত জিজ্ঞাসাবাদে তিনি তার নাম মোঃ শাওন হাওলাদার@ডার্ভি(২২), পিতা-মোঃ সেলিম হাওলাদার, সাং-রাজাপুর রূপসা কালিবাড়ি খেয়াঘাট, থানা-রূপসা, জেলা-খুলনা বলে জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ শাওন হাওলাদার@ডার্ভি(২২) তার নিকট থাকা লাল রঙের বাজাজ পালসার ১৫০ সিসি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল, যার ইঞ্জিন নং-DHYWIC84836, চেসিস নং-PSUA11CY5KTK02652 এর মালিকানার স্বপক্ষে কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন এবং উক্ত মোটরসাইকেলটি চোরাই মোটরসাইকেল বলে স্বীকার করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ শাওন হাওলাদার@ডার্ভি(২২) উক্ত মোটর সাইকেলটি বিক্রি করার জন্য সাতক্ষীরা নিয়ে যাচ্ছিল এবং তার অপর সহযোগী আসামী ২) নূর হোসেন (১৯), পিতা-কামাল আকন, সাং-জোড়াগেট রেল স্টেশনের পাশে, থানা-খুলনা সদর, খুলনা মহানগরীর হেফাজতে আরো একটি চোরাই মোটরসাইকেল আছে বলে জানান। গ্রেফতারকৃত আসামী মোঃ শাওন হাওলাদার@ডার্ভি(২২) দেওয়া তথ্য মোতাবেক আসামী ২) নূর হোসেন (১৯), পিতা-কামাল আকন, সাং-জোড়াগেট রেল স্টেশনের পাশে, থানা-খুলনা সদর, খুলনা মহানগরীকে বর্ণিত ঠিকানার বাসা হতে গ্রেফতারপূর্বক তার হেফাজত হতে ০১ টি ZONGSHEN মোটরসাইকেল, যার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ল-২৩-৯৯২৩, চেসিস নং–*LX8PCKM02DF0001B0, ইঞ্জিন নম্বর অস্পষ্ট নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-২৬, তাং-২৫/১০/২০২৩ খ্রিঃ, ধারা-৪১৩/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।
প্রাথমিক তদন্তে এবং সিডিএমএস পর্যালোচনা করে উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও দস্যুতা মামলার তথ্য পাওয়া গেছে। আসামীদ্বয়ের পিসি/পিআরঃ
(ক) আসামী মোঃ শাওন হাওলাদার @ ডার্ভি (২২) এর বিরুদ্ধে:-
১। খুলনা এর ডুমুরিয়া থানার ,এফআইআর নং-৩/৭৯, তারিখ- ০১ এপ্রিল, ২০২২; ধারা- ৩৯২ পেনাল কোড
২। কেএমপি এর খুলনা সদর থানার ,এফআইআর নং-৯, তারিখ- ০৩ মে, ২০২৩; ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড,
৩। কেএমপি এর খুলনা সদর থানার ,এফআইআর নং-৭, তারিখ- ০৮ জানুয়ারি, ২০২৩; ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড,
৪। খুলনা এর রূপসা থানার ,এফআইআর নং-১১/১১, তারিখ- ১৭ জানুয়ারি, ২০২১; ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এবং
(খ) আসামী নূর হোসেন (১৯) এর এর বিরুদ্ধে:-
১। খুলনা রেলওয়ে জেলা এর খুলনা রেলওয়ে থানার মামলা নং-০৩, তাং-২২/০২/২০২৩ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড সংক্রান্তে মামলা রয়েছে।

Share this post

PinIt
scroll to top