কালিহাতীতে হিন্দু সংখ্যালঘুর বসতবাড়ি দখলের পাঁয়তারা, সম্মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

somma.jpg

বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার কালিহাতীতে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়ি দখলের পাঁয়তারা ও সামাজিক সম্মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। মঙ্গলবার (৩ অক্টোবর) কালিহাতীর দক্ষিণ বেতডোবা নিজ বসত বাড়ীতে লিখিত সংবাদ পাঠ করেন
সংখ্যালঘু হিন্দু সম্প্রদয়ের মৃত হরি কিশোর পন্ডিতের ছেলে মৃত্যুঞ্জয় পন্ডিত। সংবাদ সম্মেলন করে বলেন, তার প্রতিবেশী নুরুল ইসলাম খন্দকার বিপ্লব (৫২), পিতা মৃত খন্দকার আব্দুস সামাদ, সাং দক্ষিণ বেতডোবা, পোস্ট ও থানা কালিহাতী, জেলা- টাঙ্গাইল একজন মামলাবাজ ও দুষ্ট প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয়ের আশেপাশের বিভিন্ন জমি অবৈধভাবে ভোগ দখল করে। দখলের নামে মিথ্যা মামলা করে, বা ভয় ভীতি দেখিয়ে, অন্যায় ও অবৈধভাবে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে। রাধা গোবিন্দ, দেবেন্দ্র নারায়ন, অনিল অখিলসহ আরো অনেকের জমি জবরদখল করে নুরুল ইসলাম খন্দকার বিশাল বাড়ি অর্থাৎ প্রায় ৪০০ শতাংশে বসবাস করছেন। যার অধিকাংশই খাস, অর্পিত সম্পত্তি বা রেকর্ড বিহীন।

উল্লেখ্য, খন্দকার নুরুল ইসলামের পিতা খন্দকার আব্দুস সামাদ তৎকালীন দারোগা ১৯৭০ সালের ডিসেম্বর মাসে দেশের অস্থিরতার সময় ৬১ শতাংশ জায়গা ক্রয় করে আমাদের
(মৃত্যুঞ্জয়ের) প্রতিবেশী হন। আরো উল্লেখ‍্য, ক্রয় কৃত ৬১ শতাংশ জায়গা আজও রেকর্ড করতে পারেননি। বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। কারণ উক্ত জমি দাতার জমির পরিমাণ সঠিক নেই বলে। ১৯৯২ সালে নুরুল ইসলাম খন্দকার বিপ্লবের পিতার মৃত্যুর পর প্রতিবেশীদের প্রতি অত্যাচার এমনই পর্যায়ে চলে যায় যে, এখানে ৮ শতাংশ জায়গা দাবী করে, ওখানে ১০ শতাংশ জায়গা দাবী করে যার মূল্য প্রায় ৮ কোটি বা ১০ কোটি টাকা দাবি করছে।

বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির নামে হয়রানিমূলক মামলা করেন তার উদাহরণস্বরূপ বিবাদী মৃত্যুঞ্জয় চন্দ্র পণ্ডিত, পিতা মৃত হরি কিশোর পন্ডিত, তাপস চন্দ্র পন্ডিত, তপন চন্দ্র পন্ডিত, তুষার চন্দ্র পন্ডিত, গিরিশচন্দ্র পন্ডিত, শশাঙ্ক চন্দ্র পন্ডিত, সুজিত চন্দ্র পন্ডিত সর্ব পিতা মৃত জিতেন্দ্র মোহন পন্ডিত। সর্বসাং বেতডোবা, কালিহাতী টাঙ্গাইল।
পিতা মৃত হরি কিশোর পন্ডিতের ছেলে মৃত্যুঞ্জয় চন্দ্র পণ্ডিত সাংবাদিকবৃন্দের মাধ‍্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অন‍্যায়, অত‍্যাচার, জুলুম বন্ধ ও সামাজিক সম্মান নিয়ে বেঁচে থাকতে পারেন সে ব‍্যবস্থা গ্রহনের জন‍্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Share this post

PinIt
scroll to top