দুই বন্ধুকে নিয়ে ধর্ষণের পর স্ত্রীকে হত্যা করে সাইদুর

rape.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করলো কেএমপি’র হরিণটানা থানা পুলিশ #
রায়েরমহলে গৃহবধূ শামীমা হত্যার প্রধান আসামীসহ গ্রেফতার ৩, আদালতে ১৬৪ ধারায় হত্যাকা-ের দায় স্বীকার #

সেই জুলাই মাসের ৪ তারিখ থেকে টানা প্রায় ৩ মাস কোন শামিমা হত্যাকা-ের আসামীদেরকে খুঁজে পাচ্ছিল না হরিণটানা থানা পুলিশ। নির্জন কাশবনে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে গিয়েছিল হত্যাকারীরা। গতকাল হরিণটানা থানা সূত্রে ও হত্যাকারী স্বামীর জবানবন্দীর মাধ্যমে জানা গেল পারিবারিক অশান্তির জের ধরে স্ত্রীকে হত্যার সিদ্ধান্ত নেয় স্বামী সাইদুর রহমান। পরিকল্পনা বাস্তবায়ন করতে সঙ্গে নেয় বন্ধু সোহাগ মোল্লা ও শরিফুল ইসলাম তপুকে। পরিকল্পনা অনুযায়ী বাসা থেকে স্ত্রীকে বের করে নির্জন (কাশবন) স্থানে নিয়ে তিনজনে মিলে প্রথমে স্ত্রী শামিমাকে ধর্ষণ করে। পরে তাকে হত্যা করে লাশ গোপন করতে কাশবনের মধ্যে ফেলে রেখে তারা পালিয়ে যায়। চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যাকা-ের এ ঘটনা খুলনা মহানগরীর হরিণটানা থানার রায়েরমহল আন্দিরঘাট ব্রীজ সংলগ্ন এলাকার। গত ৪ জুলাই এঘটনার পর লাশ উদ্ধার হলেও আসামীরা পলাতক ছিলো। অবশেষে দুইদিনের অভিযান শেষে হরিণটানা থানা পুলিশ শুক্রবার স্বামী সাইদুরসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে। এরমধ্যে আসামী সাইদুর রহমান হত্যাকা-ের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম এবিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উল্লেখিত তিন আসামীকে গ্রেফতার এবং স্বামী সাইদুর রহমানের স্বীকারোক্তির মধ্যে দিয়ে চাঞ্চল্যকর শামীমা হত্যাকা-ের মোটিভ উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। আদালতের নির্দেশে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকী দুই আসামীকেও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। পুলিশ জানায়, হরিণটানা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহরিয়ার হাসানের নেতৃত্বে একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে গত ২১ সেপ্টেম্বর বিকালে আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজার এলাকা থেকে চাঞ্চল্যকর শামীমা হত্যা মামলার পলাতক প্রধান আসামী স্বামী কয়রা উপজেলার ২নং কয়রা (সানাবাড়ী) গ্রামের মোঃ আব্দুর রহিম মোল্লার ছেলে মোঃ সাইদুর রহমান (২১) কে গ্রেফতার করে। তার স্বীকারক্তিমোতাবেক শুক্রবার সকাল সাড়ে ১০টায় রায়েরমহল এলাকায় অভিযান চালিয়ে তার বন্ধু রায়ের মহল মন্দিরের মোড় এলাকার জামাল মোল্লার ছেলে মোঃ সোহাগ মোল্লা (২০), এবং রায়ের মহল পশ্চিমপাড়ার মোঃ মকিতুর রহমানের ছেলে মোঃ শরিফুল ইসলাম তপু (২৬) কে গ্রেফতার করা হয়। এর মধ্যে মামলার প্রধান আসামী মোঃ সাইদুর রহমান হত্যার দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। উল্লেখ্য, গত ৪জুলাই সকালে স্ত্রী শামীমা আক্তার (১৮) এর মৃত দেহ হরিণটানা থানাধীন রায়েরমহল আন্দিরঘাট ব্রিজের দক্ষিণ পাশে একটি আবাসিক প্রকল্পে কাশবনের মধ্যে থেকে উদ্ধার করা হয়। এঘটনায় নিহতের পিতা বাবুল সানা বাদী হয়ে ৫জুলাই স্বামী সাইদুর রহমানসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে উল্লেখিত আসামীগন পলাতক ছিল।

Share this post

PinIt
scroll to top