দেশের তথ্য ডেস্ক:-
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. মোঃ মাহমুদ আলমকে আগামী চার বছরের মেয়াদে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩১(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর সানুগ্রহ সম্মতি প্রদান করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোঃ মাহমুদ আলমকে ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়ায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। উপাচার্য নিয়োগের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অত্র বিশ্ববিদ্যালয় ।
অর্ধেকেরও কম খরচে ৫টি কোর্স সম্পন্নের সুযোগ : আধুনিক বিশ্বে অত্যন্ত প্রতিযোগিতামূলক, উদ্ভাবনী ও গতিশীল মানসম্মত শিক্ষা বিস্তারের লক্ষ্যে খুলনা খান বাহাদুর আহছানউলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলছে। বিভাগীয় শহরের নিরিবিলি এলাকায় বিস্তৃত ক্যাম্পাসে মনোরম পরিবেশে ভর্তিতে রয়েছে মেধাবী শিক্ষার্থীদের জন্য ছাড়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করছে দাতব্য প্রতিষ্ঠান ঢাকা আহছানিয়া মিশনের অঙ্গ প্রতিষ্ঠান এ প্রাইভেট বিশ্ববিদ্যালয়টি। খুলনার অন্য প্রাইভেট ইউনিভার্সিটির অর্ধেকেরও কম খরচে পাঁচটি কোর্স সম্পন্নের সুযোগে খুলনা খান বাহাদুর আহছানউলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন শিক্ষার্থীরা।
কোর্সগুলো হল ব্যাচেলর অব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসসি), ব্যাচেলর অব ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ব্যাচেলর অব বিজিনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ), ব্যাচেলর অব আর্টস (ইংরেজি) এবং মাস্টার অব বিজিনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ)।
বিশ্ববিদ্যালয়টির সূত্রমতে, সিএসসি কোর্সে এক লাখ ৯৮ হাজার টাকা, ইইই প্রোগ্রামে দুই লাখ ৮ হাজার ৫০০ টাকা, বিবিএতে এক লাখ ৮৯ হাজার ৫০০টাকা, ইংরেজি বিভাগে এক লাখ ৩৭ হাজার ৬০০ টাকায় চার বছর মেয়াদের কোর্সগুলো সম্পন্ন করতে পারছেন শিক্ষার্থীরা। এছাড়া আইএসএলএম কোর্সটি খুলনাতে প্রথম এনেছে খুলনা খান বাহাদুর আহছানউলা বিশ্ববিদ্যালয়। উপরোক্ত চারটি কোর্সে খুলনার অন্য প্রাইভেট বিশ^বিদ্যালয়ে খরচ হবে আড়াই লাখ টাকা থেকে চার লক্ষাধিক টাকা। অন্যদিকে, খুলনা খান বাহাদুর আহছানউলা বিশ্ববিদ্যালয়ের এ চারটি কোর্সের মোট খরচ হবে এক লাখ ১৩ হাজার থেকে দুই লাখ টাকার মধ্যে। খুলনা ক্যাম্পাসের প্রথম বর্ষের শিক্ষার্থীরাই এ সুযোগ পাচ্ছেন বলে সূত্রে জানা গেছে।