অরুপ জোদ্দার,
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
বটিয়াঘাটায় হাট ও বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং কার্যক্রম চালালেন উপজেলা নির্বাহী অফিসার ও সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নুরুল আলম। গতকাল মঙ্গলবার বেলা ১ টার দিকে বটিয়াঘাটা বাজারে সাপ্তাহিক হাটের দিনে তিনি এ ঝটিকা মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন । এ সময় তিনি সরকার কতৃক নির্ধারিত মূল্যে পন্য বেচা-কেনার জন্য সকল ব্যবসায়ীদের জোর তাগিদ দেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু,ইউএনওর পেশকার সুজন কুমার পাল,
সাংবাদিক অরূপ জোদ্দার, সাংবাদিক পরাগ রায় প্রমূখ ।ইউএনও শেখ নুরুল আলম ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানান, পরের সপ্তাহের হাটের দিনে সরকার নির্ধারিত পন্যমূল্যের বাইরে কোন বিক্রয় করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।