রামপাল প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া তামার তার চুরি মামলায় ২ চোরকে গ্রেফতার করেছে। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা হয়েছে।
আটককৃতরা হল বাগেরহাট সদরের খানপুর গ্রামের নিজাম ফকিরের পুত্র সোহাগ ফকির (৩০) ও রামপালের সিকিরডাঙ্গা গ্রামের মৃত আবু জাফরের পুত্র রাসেল শেখ (২২)।
পু্লিশ জানায়, গত ২৬ আগষ্ট বিকালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের লেভার কলোনির পাশ থেকে চোর চক্রের সদস্যরা ৯০ কেজি মূল্যবান তামার তার চুরি করে। এদের মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করে পু্লিশ। ওই সময় সন্ধিগ্ধ বেশ কয়েকজন পালিয়ে যায়। এরপর মঙ্গলবার (৫ সেপ্টেম্বর ) রাতে পু্লিশ রামপালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজন আসামীকে আটক করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে চুরির সাথে জড়িত থাকার তথ্য মিলেছে বলে পু্লিশ নিশ্চিত হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি তাদের আটক ও বুধবার (৬ সেপ্টেম্বর) বাগেরহাটের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।