৩ মাস ধরে বেনাপোল ইমিগ্রেশনে অচল স্ক্যানিং মেশিন, চোরাচালানের শঙ্কা

benapole-land-port-news.jpg

৩ মাস ধরে বেনাপোল ইমিগ্রেশনে অচল স্ক্যানিং মেশিন, চোরাচালানের শঙ্কা। মিলন হোসেন বেনাপোল, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে দীর্ঘ তিন মাস ধরে অচল রয়েছে স্ক্যানিং মেশিনটি। এতে স্বর্ণসহ বিভিন্ন পণ্য ভারত ও বাংলাদেশের মধ্যে পাচার হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।   স্ক্যানিং মেশিনটি বন্ধ থাকার বিষয়টি সোমবার ০৪ সেপ্টেম্বর বিকেলে নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের কাস্টমসের রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান। এদিকে স্থানীয়দের দাবি, ইমিগ্রেশনের স্ক্যানিং মেশিনটি নষ্ট হওয়ায় ভারতগামী পাসপোর্ট যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে পারছেন না কাস্টমস কর্মকর্তারা।এতে চোরা কারবারিদের তৎপরতা বেড়ে গেছে। তারা অবাধে বাংলাদেশ থেকে স্বর্ণসহ বিভিন্ন পণ্য ভারতে পাচার করছেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের কাস্টমসের রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে স্ক্যানিং মেশিনটি আচল হয়ে আছে। তবে যেসব পাসপোর্টযাত্রী ভারতে যাচ্ছেন, তাদের ব্যাগ হাত দিয়ে তল্লাশি করা হচ্ছে। অচল স্ক্যানিং মেশিনটি সচল করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। শিগগিরই স্ক্যানিং মেশিনটি সচল করা হবে।

Share this post

PinIt
scroll to top