কয়রায় বিশুদ্ধ পানির জন্য গভীর নলকুপ পেলো ৭১ পরিবার

372807233_677781483929523_334174161447071333_n.jpg

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা –
কয়রা উপজেলর সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে বিশুদ্ধ পানির নিশ্চয়তায় গভীর নলকুপ বিতরণ করা হয়েছে। বে-সরকারী সংস্থা ছওয়াবের সার্বিক সহযোগীতায় উপজেলার ৭ টি ইউনিয়নের প্রত্যেক জনপদের ৭১ পরিবারের মাঝে এ সকল নলকুপ বিতরণ করা হয়।
৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার সুন্দরবন মডেল টাউন কুয়েত কমপ্লেক্স চত্বরে উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছওয়াবের ডিরেক্টর অপারেশন মোঃ আফতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, ছওয়াবের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ লোকমান হোসেন ও কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী। ইউপি সদস্য সরদার আবু হাসানের পরিচালনায় এতে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, ছওয়াবের হেড অব এডমিন এন্ড এইচ মোঃ সিরাজুল ইসলাম, খুলনার প্রোগ্রাম অফিসার মোঃ আকরামুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি গোলাম রব্বানী, জাহিদুল ইসলাম, মোঃ মোনায়েম বিল্লাহ, মোঃ সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আব্দুল্যাহ জোবায়ের, রিপন শেখ, এনামুল কবির প্রমুখ।

Share this post

PinIt
scroll to top