হাসপাতালের সুপারকে ভালো ব্যবহার করার পরামর্শ প্রতিমন্ত্রীর যশোরের ডাক্তার ও সাংবাদিকদের মধ্যে সৃষ্ট বিরোধ সমাধানে ত্রিপক্ষীয় বৈঠকে

jessore.jpg

যশোর ২৫০ শহর জেনারেল হাসপাতালে সাংবাদিকদের সাথে চিকিৎসকদের ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনার ত্রিপক্ষীয় বৈঠক সমস্যার সমাধান করেন সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর সার্কিট হাউসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের উপস্থিতিতে হাসপাতালের তত্ত¡াবধায়ক হারুনা রশিদ, বিএমএ যশোরের সভাপতি কামরুল ইসলাম বেনু, সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ গোলাম মোর্তজা, দৈনিক কল্যাণের সম্পাদক একরামদ্দৌলা, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সম্পাদক এস এম ফরহাদ, ফটো সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি গোপীনাথ দাস, সম্পাদক এম আর মিলন টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আহŸায়ক সাকিরুল কবীর রিটন, সদস্য সচিব সিকদার খালিদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমসহ অনেক সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মীমাংসা সভায় হাসপাতালে তত্ত¡াবধায়ক হারুনুর রশিদকে মানুষের সাথে ভালো ব্যবহার করার পরামর্শ দেন সেই সাথে সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনা মেনে কাজ করার অনুরোধ করেন সমবায় প্রতিমন্ত্রী। ডাক্তার হারুন রশিদ সবার সাথে হাত মিলিয়ে দুঃখ প্রকাশ করে পাশে থাকার জন্য সহযোগিতা কামনা করেন।

Share this post

PinIt
scroll to top