Dhaka 9:53 pm, Saturday, 5 July 2025

বাংলাদেশে প্রথমবারের উদযাপন হলো ইট টু শাইন

 

চার্চ অব দ্যা পার্ল অব গ্রেইট প্রাইস -এর আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে খুলনা জেলার দাকোপ উপজেলার ৬নং কামারখোলা ইউনিয়নের কালিনগর গ্রামে দাতা সংস্থা টিম টিবো ফাউন্ডেশনের অর্থায়নে ৭ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার সন্ধ্যায় “নাইট টু শাইন” অনুষ্ঠিত হয়।‌ উক্ত অনুষ্ঠানে টিম টিবো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভিডিও বার্তার মধ্য দিয়ে বলেন, “নাইট টু শাইন” আমার জন্য বছরের শ্রেষ্ঠ রাত‌ কারণ এই রাতে আমরা সারা বিশ্বের অসংখ্য বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের রাজা ও রাণী হিসেবে সম্মান দেখানোর সুযোগ পাই যাদের আমি এবং সৃষ্টিকর্তা ভালবাসেন। আমাদের লক্ষ্য আমরা সারা বিশ্বের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কাছে পৌঁছাব‌ সেটা যে শহর বা দেশ হোক।‌ আপনি যেখানেই থাকুন আমরা আপনার কাছে পৌঁছাব‌।‌”অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চার্চ অব দ্যা পার্ল অব গ্রেইট প্রাইস -এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পাষ্টর অসিত সরকার।‌ তিনি বলেন, “সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস (Faith) রেখে অনন্ত জীবনের আশা (Hope) নিয়ে, প্রভু যীশু খ্রিস্টের শেখানো আদর্শ ভালোবাসার (Love) মধ্য দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে “নাইট টু শাইন” প্রথমবারের মতো বাংলাদেশে উদযাপন করতে পেরে ইতিহাসের অংশ হতে পেরে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই।‌”

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে প্রথমবারের উদযাপন হলো ইট টু শাইন

প্রকাশঃ 03:08:09 pm, Sunday, 9 February 2025

 

চার্চ অব দ্যা পার্ল অব গ্রেইট প্রাইস -এর আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে খুলনা জেলার দাকোপ উপজেলার ৬নং কামারখোলা ইউনিয়নের কালিনগর গ্রামে দাতা সংস্থা টিম টিবো ফাউন্ডেশনের অর্থায়নে ৭ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার সন্ধ্যায় “নাইট টু শাইন” অনুষ্ঠিত হয়।‌ উক্ত অনুষ্ঠানে টিম টিবো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ভিডিও বার্তার মধ্য দিয়ে বলেন, “নাইট টু শাইন” আমার জন্য বছরের শ্রেষ্ঠ রাত‌ কারণ এই রাতে আমরা সারা বিশ্বের অসংখ্য বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের রাজা ও রাণী হিসেবে সম্মান দেখানোর সুযোগ পাই যাদের আমি এবং সৃষ্টিকর্তা ভালবাসেন। আমাদের লক্ষ্য আমরা সারা বিশ্বের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কাছে পৌঁছাব‌ সেটা যে শহর বা দেশ হোক।‌ আপনি যেখানেই থাকুন আমরা আপনার কাছে পৌঁছাব‌।‌”অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চার্চ অব দ্যা পার্ল অব গ্রেইট প্রাইস -এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পাষ্টর অসিত সরকার।‌ তিনি বলেন, “সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস (Faith) রেখে অনন্ত জীবনের আশা (Hope) নিয়ে, প্রভু যীশু খ্রিস্টের শেখানো আদর্শ ভালোবাসার (Love) মধ্য দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে “নাইট টু শাইন” প্রথমবারের মতো বাংলাদেশে উদযাপন করতে পেরে ইতিহাসের অংশ হতে পেরে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই।‌”