মেসিদের জয়রথ থামালো নাশভিল

messi-2.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

লীগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয় লিওনেল মেসির। এরপর আর্জেন্টাইন সুপারস্টারের নৈপুণ্যে টানা ৯ ম্যাচ জয় পায় ডেভিড বেকহ্যামের ক্লাব। মেসির ১০ম ম্যাচে হোঁচট খেলো মায়ামি। ঘরের মাঠে হারাতে পারলো না নাশভিলকে। আজ ভোরে ডিআরভি পিনএকে স্টেডিয়ামে মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

ম্যাচের গোটা সময় নাশভিলের ওপর আধিপত্য দেখায় ইন্টার মায়ামি। ৭০ শতাংশ বল দখলে রেখে ১৩টি শটের ৪টি লক্ষ্যে রাখে ‘পিংক লেড’রা। দুটি শট নিলেও কোনোটি অন টার্গেটে রাখতে পারেননি মায়ামি অধিনায়ক লিওনেল মেসি। বিপরীতে মাত্র ৩০ শতাংশ বল দখলে রেখে ৭টি শটের ২টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয় নাশভিল। গত ২০শে আগস্ট এই দলকেই টাইব্রেকারে হারিয়ে লীগস কাপ শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি।

২৪ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে এমএলএস টেবিলের ১৪তম ইন্টার মায়ামি। মেসিদের নিচে শুধু টরোন্টো।

৩৯ পয়েন্ট নিয়ে সাতে নাশভিল। শীর্ষে থাকা এফসি সিনসিনাটির পয়েন্ট ৫৭।

Share this post

PinIt
scroll to top