ঝালকাঠিতে বিএনপির কালো পতাকা মিছিল পুলিশের বাধা

Jhalkathi-20230830060459.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

ঝালকাঠিতে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির কালো পতাকা ও মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল।

বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের আমতলা গলি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মৌন মিছিল শুরু করে বিএনপির নেতাকর্মীরা।

কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এর আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, সাধারন সম্পাদক আনিচুর রহমান তাপুসহ যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

মৌন মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কিছুদূর আগালেই পুলিশের বাধার সম্মুখীন হয়। পুলিশের বাধায় কর্মসূচী সম্পন্ন ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন।

তিনি জানান, ফ্যাসিবাদী অবৈধ সরকার মানুষকে বিষিয়ে তুলছে। মানুষ এ সরকার থেকে রেহাই চায়। কোন কর্মসূচী ঘোষণা করলেই সেখানে পুলিশ দিয়ে বাধা দেয়। পুলিশের জোরে সরকার ক্ষমতায় আছে। এখন জনসাধারণকে ভয় পাচ্ছে সরকার।

Share this post

PinIt
scroll to top