মিয়ানমারের ওপর যুক্তরাষ্টের নতুন নিষেধাজ্ঞা

50dbfa6b-17a6-4997-a56d-74a014001baa.jpg

দেশের তথ্য ডেস্ক:- 

মিয়ানমারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেসব বিদেশি প্রতিষ্ঠান জান্তা সরকারকে যুদ্ধবিমানে ব্যবহার্য জ্বালানি তেল (জেট ফুয়েল) সরবরাহ করে, সেগুলোকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দুই ব্যক্তির বিরুদ্ধেও। এরা হলেন- খিন ফিউ উইন এবং জাও মিন তুন। যেসব বিদেশি কোম্পানি মিয়ানমারের সামরিক বাহিনীকে জেট ফুয়েল সরবরাহ করে, সেসবের মধ্যে ৩টির মালিক এই দুই ব্যক্তি।

Share this post

PinIt
scroll to top