দেশের তথ্য ডেস্ক:-
১৮ আগস্ট ২০২৩ তারিখ র্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্তর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি কাশিয়ানি থানাধীন ভাটিয়াপাড়ার গোলচত্তরে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী পালানোর চেষ্টা করলে আভিযানিক দলটি আসামীঃ- শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৩), থানাঃ কাশিয়ানি, জেলাঃ গোপালগঞ্জকে ধৃত করেন। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীর নিকট হতে ৩৩৫০ (তিন হাজার তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ও ০১ টি মোটর সাইকেল এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, সে দীর্ঘদিন যাবত অত্র এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।