দেশের তথ্য ডেস্ক:-
গত ইং ১৭/০৮/২০২৩ তারিখ র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল হাইস্কুল মাঠ সংলগ্ন স্থানে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ইং ১৭/০৮/২০২৩ তারিখ রাতে উপরোক্ত স্থানে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী ১। মোঃ আব্দুল্লাহ খান মানিক (২১), থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর ’কে ০১ (এক) টি ওয়ান শুটারগানসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় দীর্ঘদিন যাবত গোপনে অবৈধ অস্ত্র নিজ দখলে রেখে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকালাপ ও চাঁদাবাজি, ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে এবং ধৃত আসামীর বিরুদ্ধে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় ০১ টি মাদক মামলা আছে। এছাড়াও উপস্থিত সাক্ষী ও স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামী অত্র এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী।
গ্রেফতারকৃত আসামী’কে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করতঃ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।