দেশের তথ্য ডেস্ক:-
ভিকটিম রুনা আক্তার ওরফে টুম্পা (২৫) এর সহিত আসামী ইয়াছিন মোল্যার (৩৫)প্রায় ০৭ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহ পরবর্তীতে আসামী ও আসামীর পরিবার বিভিন্ন সময় যৌতুকের দাবিতে ভিকটিম এর উপর অমানুষিক নিযার্তন করে। ভিকটিমের পিতা বিভিন্ন সময়ে ধার দেনা করে প্রায় ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা আসামীকে দেয়। গত ০৫/০৮/২০২৩ তারিখ আসামী ও তার পরিবার ভিকটিমের কাছে আরো ৫০,০০০/-( পঞ্চাশ হাজার) টাকা যৌতুক দাবি করে। ভিকটিম উক্ত যৌতুকের টাকা দিতে রাজি না হওয়ায় ইং ০৭/০৮/২০২৩ তারিখ সকালের দিকে ভিকটিমকে পূর্ব পরিকল্পিতভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা সহ শ্বাসরোধ করে হত্যা করে গলায় ওড়না বেধে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আসামীরা পালিয়ে যায় মর্মে ভিকটিমের পিতা এজাহারে উল্লেখ করেন। র্যাব-৬, খুলনার ভাটিয়াপাড়া ক্যাম্প এর একটি গোয়েন্দা দল পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ১৬ আগস্ট ২০২৩ তারিখ র্যাব-১ ব্যাটালিয়ন সদর এবং র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প এর একটি যৌথ চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, আসামী মোঃ ইয়াছিন মোল্যা ডিএমপি ঢাকার তুরাগ থানাধীন এলাকায় আত্মগোপনে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ১৬/০৮/২০২৩ তারিখ ভোরে ডিএমপি ঢাকার তুরাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামী মোঃ ইয়াছিন মোল্যা (৩৫), পিতা-মৃত: ছাত্তার মোল্যা, সাং-পশ্চিম রাতইল, থানা-কাশিয়ানি, জেলা-গোপালগঞ্জকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়।